বিসিএসে বিভিন্ন ক্যাডারে প্রথম হলেন যারা, নিশ্চয়ই তাদের ছিল বিশেষ কোনো প্রস্তুতি। এমন কথা আমরাও ভেবে নিয়েছিলাম। কিন্তু যেদিন প্রশ্ন ছুঁড়লাম, তুমুল প্রতিযোগিতামূলক এই পরীক্ষার জন্য কীভাবে নিজেদের তৈরি করেছিলেন তারা? তখনই এক বিসিএস ক্যাডার জানালেন, ‘টিন্ডার ও বাম্বেল একসাথে চালিয়েছি, তবুও বিসিএস ক্যাডার হয়েছি।‘
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এই ক্যাডার নিজের বিসিএস হওয়ার বর্ণনা দিতে গিয়ে বললেন, ‘আমার প্রচুর মোবাইল চালানোর অভ্যাস ছিল। বেশি আসক্ত ছিলাম, ডেটিং অ্যাপগুলোতে। একেকটা অ্যাপে তিনটা চারটা করে প্রেমিকা ধরে রাখা ছিল আমার। আবার বিদেশি মেয়েদের প্রতি বিশেষ নজর ছিল। এগুলো ছেড়ে দিয়ে শুধু পড়াশোনার মধ্যে মন দিয়ে ক্যাডার হইতে পারতাম না কখনোই। তাই এসবই আমি করেছি। কিন্তু, বুদ্ধিও কাজে লাগিয়েছি। প্রত্যেকটা গার্লফ্রেন্ডের সাথে ২ ঘণ্টা করে কথা বলতাম, সেখানে এক ঘণ্টা প্রেমের আলাপ করতাম আর বাকি এক ঘণ্টা সে আমাকে বকা দিয়ে পড়তে বসাইতো। আমি ভিডিও কলে থেকে পড়তাম। এভাবেই আমি ক্যাডার হয়ে যাই। আমাকে আটকাতে পারেনি কোনো গার্লফ্রেন্ড কিংবা কোনো ডেটিং অ্যাপ!’
তার এমন সাফল্যের কথা শুনে আমাদের প্রতিবেদকও দুঃখে বুক ভাসাচ্ছেন। এমন কয়েকটা গার্লফ্রেন্ড আর এমন বুদ্ধি মাথায় থাকলে আজ হয়তো তার এখানে চাকরি করা লাগতোই না।