উদ্দীপকে আরেকজনের সাথে নিজের গার্লফ্রেন্ডের নাম দেখে সেন্টি খেয়ে গেলেন বিসিএস পরীক্ষার্থী সাইফুল

৩১৬ পঠিত ... ১৫:২৮, মে ২০, ২০২৩

Saiful-BCS

গতকাল ছিল ৪৫ তম বিসিএস প্রিলি পরীক্ষা। পরীক্ষার আগে এবং পরে পরীক্ষার্থীরা নানান চিন্তায় ছিড়ছেন নিজেদের মাথার চুল। কিন্তু, সাইফুল নামের এক পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্ন দেখার পর থেকেই খেয়ে যাচ্ছেন সেন্টি। তার এই সেন্টির পেছনের কারণ প্রথমে প্রশ্ন কঠিন হওয়া ধরে নিলেও পরে জানা যায় নিজের গার্লফ্রেন্ডের নাম দেখেই এমন স্যান্টি খেয়েছেন তিনি।

 

সাইফুলের সাথে মেসেজে কথা বলার চেষ্টা করেন আমাদের প্রতিবেদক। সাইফুল বলেন, ‘ও আমার গার্লফ্রেন্ড, ওর নাম যদি কোথাও থাকে তাহলে সেই নামের পাশে থাকবে আমার নাম! ওর নামের পাশে কেন অন্য ছেলের নাম থাকবে? নিশ্চয়ই ও আমার সাথে লয়াল না, গোপনে ওই ছেলের সাথে কিছু আছে আর সেটা টিচার জানেন দেখেই ওদের দুইজনের নাম দিয়েছেন। আমার নাম দেন নাই! আমার কিছু ভালো লাগছে না ভাই, আমি কখন কি করে ফেলব।‘

আমাদের পাঠানো এই মেসেজের সাথে তিনি মোট ৩৭টা সেন্টি ইমোজি ইউজ করেছিলেন। গত দুইদিনের তার আইডিতে মোট ৩২৯২৭ বার সেন্টি ইমোজি ব্যবহার হয়েছে।

এদিকে গতকাল সাইফুলের পেছনের বেঞ্চে বসা অনিকের সাথে কথা বললে অনিক আমাদের বলল, ‘আমি কিচ্ছু পারতাম না। গেছিলাম, সামনের জনের দেখে দেখে লেখব এই ভরসায়! ও দেখলাম প্রথমে কিছুক্ষণ কান্নাকাটি করলো, পরে এক লাইন লিখে ৩টা করে ইমোজি দেয়! ওর দেখে লিখতে যেয়ে পরে রিয়েলাইজ করলাম, এগুলা উত্তর না, ও খাতায় সেন্টি খাচ্ছিলো! ততক্ষণে সময় শেষ, আমার এবারও ক্যাডার হওয়া হলো না!’

৩১৬ পঠিত ... ১৫:২৮, মে ২০, ২০২৩

Top