চলছে এসএসসি পরীক্ষা আর তার সাথে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং! এমন লোডশেডিংকে সমস্যা মনে না করে বরং আরও বেশি করে লোডশেডিং চাচ্ছেন পরীক্ষার্থীরা! তাদের সাথে কথা বললে জানা যায়, শুধুমাত্র হারিকেনের আলোতে পড়ে এ+ পাওয়ার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তারা।
রিয়া নামের এক তরুণীর সাথে কথা বললে আমাদের বললেন, ‘আপনিই বলেন, এ পর্যন্ত যারা বিখ্যাত হয়েছেন, দেশের জন্য শিক্ষাখাতে কিছু না কিছু করেছেন, তারা কি লাইটের আলোতে পড়ে এসব করেছেন? হারিকেন, মোমবাতি, সিগারেটের আলোই তাদের সাফল্যের পেছনের মূল কারণ। তাই আমরাও চাই না আমাদের হাত থেকে সাফল্য ছুটে যাক! লাইটের আলোর নিচে পড়ে এ+ কেন এ ডাবল প্লাস আনলেও কেউ পাত্তা দিবে না। আমাদের দরকার হারিকেনের আলো!’
রিয়ার বন্ধু আরিফ সাথে সাথে বলে উঠলেন, ‘এমনিই তো দিনের মধ্যে ৫ থেকে ৬ বার কারেন্ট যাচ্ছেই। হিসাব করে দেখলে ৭ থেকে ৮ ঘণ্টা কারেন্ট থাকে না! তো আরও কয়েকঘণ্টা বাড়ায় লোডশেডিং করলে সরকারের খুব একটা ক্ষতি হয়ে যাবে না, বরং লাভই হবে। এদিকে আমরাও হারিকেন, মোমবাতি এসবের আশ্রয় নিয়ে দেশের ভবিষ্যত হয়ে তিন পায়ে দাঁড়াতে পারব।’
এদিকে তাদের সাক্ষাৎকার শুনে এখনই বাজার মালিক সমিতিরা বাজারে গণহারে হারিকেন ও মোমবাতি নামাচ্ছেন! তারা বলেন, ‘এই দেশ মানুষের জন্য ৮ ঘণ্টা লোডশেডিং দিছে ২৪ ঘণ্টা আর এমন কী! দিবে দিবে তোমরা চালায় যাও, আমরা আছি।’