ট্রাফিক কন্ট্রোল করতে গিয়ে ঢাকায় ৩৫০টি প্যাচ-আপ

২৫০ পঠিত ... ১৭:১৩, আগস্ট ১২, ২০২৪

10

ঢাকা শহর এমন এক জাদুর শহর যে শহরে হিসাব করলে দৈনিক শত শত মানুষ করছে পদত্যাগ, থুক্কু ব্রেক-আপ। এমন এক ব্রেক-আপের শহরে প্যাচ-আপ শব্দটার সাথে যেন হয় না কারও দেখা। কিন্তু, এবার সরকার পতনের পর, ট্রাফিক কন্ট্রোলের দিনগুলোতে দেখা গেল প্যাচ-আপের দেখা। এক চালাইদেন সূত্র থেকে জানা যায়, ট্রাফিক কন্ট্রোলে প্রতিদিন প্রায় ৩০০-৩৫০টি প্যাচ-আপ হচ্ছে। গতকাল, রোজ রবিবার মোট ৩৫০টি প্যাচ-আপ হয়েছে বলেই নিশ্চিত করেন আমাদের চালাইদেন সোর্স।

এ ব্যাপারে সদ্য প্যাচ-আপ হওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলতে, আমাদের এক প্রতিবেদক স্টুডেন্ট আইডি কার্ড গলায় ঝুলিয়ে নেমে যান রাস্তায়। তাদের মধ্য থেকে তিনি একজনের সাথে কথা বলেন। তিনি আমাদের জানান, আমার আর আমার গার্লফ্রেন্ডের most of the time argument চলত। আমাদের দুইজনের decision making ছিল পুরাই skibidi. Tbh আমরা আর পারতেছিলাম না, তাই we broke up. কিন্তু at this moment. আমার ট্রাফিকে এসে একটু sus হলো, এখানে তো দুইজনের মতামতই মিলল! দুইজনই available for আন্দোলন। তাই আমাদের ৬ মাসের ব্রেক-আপের আজকে প্যাচ-আপ হয়ে গেল।

আমরা আমাদের প্রতিবেদক থেকে আরও অসংখ্য সাক্ষাৎকার আশা করছিলাম। কিন্তু, আমাদের অন্য আরেক চালাইদেন সূত্র থেকে জানা গেল, প্রতিবেদক সাক্ষাৎকার নিতে গিয়ে নিজের এক্সকে দেখতে পান। এবং তাদেরও প্যাচ-আপ হয়ে যায়। দুইজন মিলে এখন রাস্তার ট্রাফিক সামলাচ্ছেন!

২৫০ পঠিত ... ১৭:১৩, আগস্ট ১২, ২০২৪

Top