৬ ঘন্টায় ৩০০ বার রাউটার অন-অফ করলেন জাকারবার্গ

৩৫৪ পঠিত ... ১৬:০০, অক্টোবর ০৫, ২০২১

600 bar router on off

সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে গতরাতে প্রায় ৬ ঘন্টা ফেসবুকের সকল সেবা বন্ধ ছিলো। এই সময়ে ফেসবুকবাসীরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখী হন। বাংলাদেশি ইন্টারনেট ইউজারদের পাশাপাশি জাকারবার্গও ফেসবুক ঠিক করার জন্য নানাবিধ চেষ্টা চালিয়ে যান৷ তারই ধারাবাহিকতায় ৬ ঘন্টায় ৩০০ বারের মত রাইটার অন-অফ করেন জাকারবার্গ৷ জানা যায়, এরপরই সকালের দিকে ফেসবুকের সার্ভার স্বাভাবিক হতে শুরু করে।

৬ ঘন্টায় ৩০০ বার রাউটার অন-অফ করতে পরিশ্রম হলেও ফল পেয়েছেন বলে জানান এই টেক উদ্যোক্তা৷ বাংলাদেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'থ্রি পিস বিক্রি করার জন্য লাইভে আসবো৷ তখন দেখি ফেসবুক কাজ করে না৷ সাথে সাথে সিলিকন ভ্যালির মাসুমকে ইন্টারনেটে কল করি। ওরা বাংলাদেশে থাকা হেড অফিসে যোগাযোগ করে আমাকে রাউটার অন-অফ করতে বলে। কয়েকবার করেও কোন ফল না পেয়ে আবার ফোন দেই, আবারও তারা একই কথা বলে।'

এ সময় কথা থামিয়ে জাকারবার্গ পাশের রুম থেকে ঘুরে এসে জানান, রাউটার অন-অফ করতে করতে নেশা হয়া গেছে৷ এখন ১০ মিনিট পর পরই রাউটার অন-অফ করার নেশা ওঠে।'

গত রাতের চ্যালেঞ্জিং জার্নির বিষয়ে জাকারবার্গ আবারো কথা বলা শুরু করেন৷ তিনি বলেন, 'আমার দৃঢ় বিশ্বাস ছিলো, রাউটার অন-অফ করলে কাজ হবে৷ বিশ্বাস করেন, হয়েছে! দাঁতে দাঁত চেপে ৩০০ বার চেষ্টার পর আমি সফল হয়েছি৷ আসলেই, রাউটার অন-অফে মিলায় ওয়াইফাই, তর্কে বহুদূর।'

ফেসবুকের ইউজারদের উদ্দেশ্যে কোন মোটিভেশন দিতে চান কী না? আমাদের এমন প্রশ্নে জাকারবার্গ বলেন, 'রাউটার অন-অফ দুইবেলা।'

৩৫৪ পঠিত ... ১৬:০০, অক্টোবর ০৫, ২০২১

Top