ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নানাবিধ ব্যাজ নিয়ে আসে ফেসবুক। ভ্যারিফায়েড ইউজারের জন্য ব্লু টিক, বিভিন্ন ফেসবুক পেজের ফ্যানদের জন্য টপ ফ্যানসহ আরো নানাবিধ ব্যাজের সাথে ইতোমধ্যে ফেসবুকাররা পরিচিত। সম্প্রতি শুধুমাত্র বাংলাদেশি কিছু ইউজারদের জন্য একটি বিশেষ ব্যাজ নিয়ে আসবে বলে জানায় ফেসবুক। জানা যায়, অন্যের লেখা কপি করে নিজের নামে চালিয়ে দেয়া ফেসবুকারদের জন্যই আসছে লাল কালারের এই বিশেষ ব্যাজ৷
কপি-পেস্ট ভাইবোনদের যথাযথ স্বীকৃতি স্বরূপ এই ব্যাজের আগমন বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়। ব্যাজটির প্রাইম কালার লাল থাকলেও কপি-পেস্ট ইউজারদের নেচার বিবেচনায় অন্য কিছু শেডও ব্যবহার করবে তারা৷ যারা হুবহু লেখা কপি করে নিচে নিজের নাম দেয় তারা পাবে টকটকে লাল কালারের ব্যাজ, দু একটা লাইন পরিবর্তন করাদের জন্য থাকছে হালকা গোলাপি কালার ব্যাজ, লেখকের নাম জানা সত্ত্বেও লেখার শেষে কালেক্টেড লেখা ইউজাররা পাবে লাল-খয়েরি ব্যাজ, আর ভাবনা এক রেখে একটু এদিক সেদিক করে নিজের মত করে লিখে নিজের নামে চালিয়ে দেয়াদের জন্য রয়েছে গাঢ় লাল কালার ব্যাজ৷
বাংলাদেশি গ্রাহকদের এমন ব্যাজ দিতে পেরে কৃতজ্ঞ ফেসবুক জানায়, 'তারা এত পরিশ্রম করে। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার যে মুন্সিয়ানা, একটু পরিবর্তন করার জন্য যে ভাবনা, আবার লেখাটিকে নিজের লেখা বলে প্রমাণের যুদ্ধ সব মিলিয়ে তাদের এই পরিশ্রমকে অস্বীকার করার উপায় নেই৷ তারা না থাকলে হয়তো এই ফেসবুকই থাকতো না, দেশের অনেক বড় ক্ষয়ক্ষতিও হয়ে যেত। সব মিলিয়ে তাদেরকে এই সম্মান ও যথাযথ স্বীকৃতি দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত৷'
ফেসবুকের এমন সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে বাংলাদেশ কপি-পেস্ট কমিউনিটি৷ এমন সিদ্ধান্তের জন্য ফেসবুকের ভূয়সী প্রশংসা করে কমিনিটির নেতা কালেকটেড করিম বলেন, (পুরো স্পিচটাই কপি পেস্ট) 'আমরা অত্যন্ত কৃতজ্ঞ৷ আমাদের পরিশ্রমটা এতদিন কেউ দেখেনি৷ আপনাদের হয়তো মনে হতে পারে এটা আর কী এমন কাজ! কিন্তু আমার মত যারা দিনের মধ্যে ২০ পোস্ট কপি করি তারা জানি কাজটি কতটা ত্যাগের৷ কোন পোস্টগুলো কপি করবো তা খুঁজে বের করা, মূল লেখক যাতে লেখাটা না দেখে সেজন্য প্রাইভেসি সেট করা, এরপর ধরেন সবসময় কমেন্ট চেক করা কেউ বুঝে ফেলতেছে কী না বোঝার জন্য- অনেক কাজ ভাই, অনেক কাজ! আজ মনে হচ্ছে পরিশ্রমটা বৃথা যায় নাই। যাই, এই খুশিতে আরো ৫টা পোস্ট কপি করে আসি।'