ফলোয়ার হারিয়ে শয্যাশায়ী ফেসবুক সেলিব্রেটি, চিকিৎসার জন্য নেয়া হচ্ছে বিদেশে

৩৫৫ পঠিত ... ১৬:০৯, অক্টোবর ১২, ২০২২

fb celeb sick

গতকাল হঠাৎ করেই কমে গেছে সব ফেসবুক সেলিব্রেটিদের ফলোয়ার। ফলোয়ার কমার এই লিস্ট থেকে বাদ যাননি কেউই। ওবায়দুল কাদের, তাশরিফ খান থেকে শুরু করে স্বয়ং মার্ক জুকারবার্গের ও কমেছে ফলোয়ার। বলা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর জন্যই মূলত কমে যাচ্ছে ফলোয়ার।

ফলোয়ার কমে যাওয়ার এই ধাক্কা সামলাতে না পেরে বিপর্যয়ে আছে লক্ষাধিক সেলিব্রেটিদের জীবন। এরইমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী হয়েছেন এক ফেসবুক সেলিব্রেটি। উক্ত এই সেলিব্রেটি বার বার তার ফলোয়ার হারানো নিয়ে বিলাপ করে যাচ্ছে এবং জ্ঞান হারাচ্ছে। কেউ ফলোয়ারের কথা জিজ্ঞেস করলেই বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্না করছে।

তার সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি জানান, ‘গতকাল ও আমার দুই লাখের বেশি ফলোয়ার ছিল। আমি কাল ফেসবুকে একটা ভিডিও আপলোড দিলাম। তারপর রাতে ঘুমিয়ে সকালে উঠে দেখি আমার ফলোয়ার কমে গেছে। একটু একটু করে কষ্ট করে বাবা-মা, বন্ধু-বান্ধব, পরিচিত সবার থেকে টাকা মেরে মেরে এই ফলোয়ার কিনেছিলাম আমি। ২ লাখের মধ্যে ১২০০ ফলোয়ার আমার একদম আসল ফলোয়ার ছিল। কোথায় খুঁজে পাব এবার এই দূর থেকে ভালবাসার মানুষদের?’ 

এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন বেচারা ভদ্রলোক। তার অবস্থা সম্পর্কে তার পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানালেন, ‘কালও কী সুন্দর ভালো ছিল মানুষটা। হঠাৎ কী থেকে কী হয়ে গেল। ফেসবুক সেলিব্রেটি হওয়া কি মুখের কথা? তার যদি এভাবে ফলোয়ার কমে যায় তাহলে তার মান সম্মান কি আর থাকে নাকি। ডক্টরও বলে দিয়েছে অবস্থার উন্নতি হচ্ছে না। তাই আমরা ভেবেছি চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এক পীর বাবা বলেছেন, “ফলোয়ার ফেরত আসলে তার বেঁচে যাওয়া সম্ভব।“ তাই আমরা মার্ক জোকারবার্গের কাছে এ নিয়ে একটা চিঠি দিয়েছি। দেখা যাক কী হয়।‘

৩৫৫ পঠিত ... ১৬:০৯, অক্টোবর ১২, ২০২২

Top