পিএইচডি থিসিসের ২% নিজে থেকে লেখায় ঢাবি শিক্ষককে নিয়ে গর্বিত দেশের শিক্ষক-শিক্ষার্থীরা

৪৪৮৭ পঠিত ... ২০:৩২, জানুয়ারি ২৩, ২০২০

৯৮ শতাংশ হুবহু নকল পিএইচডি গবেষণা থিসিসের মাধ্যমে ‘ডক্টরেট’ ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীর। প্রথম আলোয় এমন সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশংসায় ভেসে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। প্রশংসার কারণ, গবেষণাপত্রের ২ শতাংশ তিনি লিখেছেন নিজে থেকে!

 eআরকিক: সাজেদুল ইসলাম শুভ্র

সবশেষে ঢাবির এই শিক্ষক লুৎফুল কবীরের নিকট আমরা এ বিষয়ে জানতে চাইলে তিনি 'কাউকে কিন্তু বলবেন না যে আমি বলছি' এই শর্তে eআরকিকে বলেন, 'আমি যখন গবেষণার জন্য থিসিস কপি করা শুরু করি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আর সবার মত পুরোটা নকল করব না। নিজে থেকে কিছু লিখব। এবং আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে আমি থিসিসের শুরুতে তারিখ এবং শেষে নাম ঠিকানা নিজে থেকে লিখে ইতিহাস গড়ে ফেলি। এই দুই শতাংশ লিখতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আজ সেই কষ্টের প্রতিদান পাচ্ছি দেখে আমি খুব খুশি।'

তবে প্রিয় স্যারের এই অবদানে প্রচন্ড খুশি ও গর্বিত ঢাবির গর্বিত শিক্ষার্থীরা। প্রচুর গর্ব নিয়ে একজন গর্বিত ঢাবিয়ান বলেন, 'আমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দেই, পুরোটাই নানান জায়গা থেকে কপি করেই দিই। স্যার টু পার্সেন্ট নিজে থেকে লিখে দেখিয়ে দিলেন, শিক্ষার্থীদের চেয়ে দুই পা এগিয়ে থাকেন যিনি তিনিই শিক্ষক।' এই পর্যায়ে শিক্ষার্থীটি স্যারের উদ্দেশ্যে একটি নেট থেকে কপি করা অভিনন্দনপত্র বানিয়েছেন বলে আমাদের দেখান।

৪৪৮৭ পঠিত ... ২০:৩২, জানুয়ারি ২৩, ২০২০

Top