সহজ নামের লোকদের নোবেল দেয়ার অনুরোধ জানালেন বাংলাদেশের বিসিএস পরীক্ষার্থীরা

৮৯৭ পঠিত ... ২০:৫০, অক্টোবর ১৪, ২০১৯

নতুন নোবেলজয়ীদের নাম প্রকাশের পরই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। প্রতি বছরই নানারকম সমালোচনারও সম্মুখীন হতে হয় নোবেল কমিটিকে। তবে এবার নোবেল কমিটির দিকে ছুটে গেল এক ব্যতিক্রমী অনুরোধের তীর। বাংলাদেশের আপামর বিসিএস পরিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে নোবেল কমিটির প্রতি অনুরোধ করা হয়েছে সহজ নামের ব্যক্তিদের যাতে নোবেল দেওয়া হয়।

প্রতি বছর অক্টোবর মাস এসে গেলেই জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও রাজনীতি নিয়ে সচেতন মানুষেরা অপেক্ষা করতে থাকেন নতুন নোবেল বিজয়ীদের নাম জানতে। শুধু যে বুদ্ধিজীবী বা সচেতন মহলেই নোবেলজয়ীদের নাম গুরুত্বপূর্ণ তেমনটা কিন্তু না, বিসিএস এবং বিভিন্ন চাকরিপ্রার্থীরাও উদগ্রীব হয়ে থাকেন নতুন নোবেলজয়ীদের নাম জানার জন্য। নতুন নাম ঘোষণার সাথে সাথেই তাদের জন্মদিন, জন্মস্থান, জাতীয়তা, উল্লেখযোগ্য কাজ ইত্যাদি নিয়ে পড়ালেখায় মেতে উঠেন চাকরিপ্রত্যাশীরা। 

তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি শিখতে হয়, সেটি হচ্ছে নোবেলজয়ীর নাম। আর প্রতিনিয়ত কঠিন কঠিন নামের মানুষজন নোবেল পাওয়ায় সেটি মুখস্থ করা নিয়ে বেশ বেগ পেতে হয় পরিক্ষার্থীদের। এ কারণেই নোবেল কমিটির কাছে সহজ নামের মানুষদের নোবেল দেওয়ার ব্যাপারে দাবি উঠেছে। এছাড়া দাবি উঠেছে প্রতিটি ক্ষেত্রে তিনজনের বদলে একজন করে নোবেল দেওয়ার জন্য। 

নোবেল কমিটিকে আকুল অনুরোধ জানিয়ে আবদুল ওহাব জুয়েল বলেন, ‘জনাব একজনকে নোবেল দেন। এতো জনকে একসাথে দিলে নাম মনে থাকে না। তার উপর বাপ-মা কি কঠিন নাম রাখছে ওদের।’ নোবেলজয়ীদের কঠিন নামের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে আদি আহসান eআরকিকে বলেন, ‘বাপ-মা আনকমন নাম খুঁজতে খুঁজতে এইসব কঠিন নাম রাখছে দেখেই আজকাল আমাদের কত সমস্যা হয়!’

এছাড়াও এক ক্যাটাগরিতে একাধিক মানুষকে নোবেল দেয়ার ব্যাপারেও কেউ কেউ আপত্তি জানান। একজন বিসিএস পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বলেন, 'কয়টা বিষয়ে নোবেল দেয়া হয়, এইটাই মনে থাকে না। তারপর নোবেল জেতা একেকজনের যা নাম। এর মধ্যে আবার একেক ক্যাটাগরিতে তিনজন চাইরজনরে নোবেল দেয়। আরে মিয়া, নোবেল কি পিজ্জা নাকি যে একটা চাইরজন পিস পিস কইরা নিবে? ছয় ক্যাটাগরিতে নোবেল দেয় চব্বিশজনরে, ভোক্তা অধিদপ্তরে মামলা করা উচিত!'

সহজ নামের মানুষদের নোবেল দেওয়ার ব্যাপারে অনেকেই বিভিন্ন ব্যক্তির নাম প্রস্তাব করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরি প্রত্যাশী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এতদিন ধইরা নোবেলের জন্য চিল্লাইতেছে, তাকে নোবেল দিলেই তো হয়! উনারে তো আমরা সবাই চিনি। আবার চাইলে সবাইকে শান্ত হইতে বলা তাহেরী হুজুরকেও নোবেল দেওয়া যায়। নোবেল কমিটির প্রতি আমাদের জোর দাবি, সহজ নামের মানুষদের নোবেল দিতে হবে!’ এই ব্যক্তির সুরে সুর মিলিয়ে অনেকেই জানিয়েছেন নোবেলজয়ীদের নাম উচ্চারণ করতে গিয়ে তাদের দাঁত ভেঙে যাওয়ার দশা হয়েছে।

নোবেলজয়ীদের নামের বানানের ক্ষেত্রে পত্রিকাগুলোকে আরও সচেতন হবার পরামর্শ দিয়ে আরেক বিসিএস পরিক্ষার্থী বলেন, 'একেক পত্রিকা একেক বানানে নাম লেখে! এইটা তো খুবই সমস্যা! সব পত্রিকার উচিত একটা সহজ বানানরীতি মেনে চলা। তা নইলে খুবই ঝামেলায় পড়তে হয় আমাদের!'

৮৯৭ পঠিত ... ২০:৫০, অক্টোবর ১৪, ২০১৯

Top