নোবেল মৌসুম শুরু হলো আজ। ফোনের পাশ থেকে নড়ছেন না আপা

৩৪০ পঠিত ... ১৬:২৬, অক্টোবর ০৭, ২০২৪

1

আজ থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত নোবেল পুরস্কারের ঘোষণাপর্ব। ৭ অক্টোবর থেকে একে একে প্রকাশিত হবে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। গোটা পৃথিবী এই মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তির উন্মাদনায় মেতেছে, কিন্তু সবার নজর সবচেয়ে বেশি যে বিভাগে, সেটা হলো শান্তিতে নোবেল। কে পাবেন এই বছরের শান্তিতে নোবেল পুরস্কার?

শান্তিতে নোবেল পাওয়ার জন্য বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আশা নিয়ে বসে আছেন। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি আশাবাদী আমাদের প্রিয় আপা! তিনি বিশ্বাস করেন, দেশের জন্য তার অমূল্য অবদান— বিশেষ করে পদ ছেড়ে দেশে যে ‘শান্তির বন্যা’ বইয়ে দিয়েছেন, তার জন্য এই পুরস্কার তার পাওনাই। ফেসবুকে ফাঁস হওয়া আনভেরিফাইড এক অডিও ক্লিপে শোনা যাচ্ছে, শান্তি তো আমি এত দিয়েছি যে, দেশবাসী মনে করে এটা এক প্রকার অলৌকিক ঘটনা। পদ ছাড়ায় দেশের মানুষ এত শান্তি পেয়েছে যে মিষ্টির দোকানগুলো খালি হয়ে গেছে। সবাই আনন্দে মিষ্টি কিনে খেয়েছে। মানুষ রাস্তায় আনন্দ মিছিল করেছে। এমনকি আল্লাহর রহমতের বৃষ্টি পর্যন্ত হয়েছে। গণভবনে নফল নামাজও পড়া হয়েছে।

এই আত্মবিশ্বাসের পেছনে কোনো সংকোচ নেই। একটি ফেসবুকের ফেক আইডি থেকে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে শোনা গেছে, আপা বলছেন, আমি নোবেল না পেলে আর কে পাবে? আমি এত শান্তি প্রতিষ্ঠা করেছি যে, এবারের নোবেল শান্তি পুরস্কার আমারই হওয়া উচিত। আমি বুঝতে পারছি এ বছর শান্তিতে নোবেল ট্রফিতে আমি নিশ্চিতভাবে চুমু খাব।

আরও শোনা যাচ্ছে, আপা নাকি নোবেল শান্তি পুরস্কারের ফোনকলের জন্য ফোনের পাশ থেকে একটুও নড়ছেন না। ঘুম থেকে উঠে প্রথমেই তার চোখ পড়ে ফোনে। এমনকি মধ্যরাতে ঘুমের ঘোরেও একবার ফোনটা দেখে নিচ্ছেন যেন কোনো মিসড কল না থেকে যায়! বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে, তিনি এতটাই সতর্ক যে ফোন একটু দূরে রাখলেই তার মনে হচ্ছে, পুরস্কারটা মিস হয়ে যাবে। ফোন বেজে উঠলেই যেন পুরস্কার তার হাতের মুঠোয়।

এদিকে, গর্ত থেকে অনেকেই নাকি ইতোমধ্যে মিষ্টির অর্ডার দিয়ে রাখছেন! নোবেল পাওয়ার খুশিতে দাওয়াতি মিষ্টির আয়োজন করে রাখা হয়েছে আগে থেকেই। এমনকি একটি বিশেষ দলকে নাকি ‘নোবেল পাওয়ার খবর’ জানানোর দায়িত্বও দেওয়া হয়েছে।

আপাতত আপা সতর্ক। ফোনের পাশে থেকে মধুর অপেক্ষায় আছেন। কখন ফোন আসবে আর পুরস্কার নিশ্চিত হবে!

 

৩৪০ পঠিত ... ১৬:২৬, অক্টোবর ০৭, ২০২৪

Top