সড়কের নিরাপত্তা নিয়ে চিন্তিত গরু-ছাগলরা

১৭৬৪ পঠিত ... ২০:৩৪, আগস্ট ১৯, ২০১৮

চলছে ঈদ-উল-আযহা মানে কোরবানির ঈদের মৌসুম। যথারীতি প্রতিরাতে ট্রাক-পিক আপযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় গণহারে ঢুকছে গরু-ছাগল। শুধু গরু ছাগলই না, বিভিন্ন সময়ে গাবতলীসহ শহরের বিভিন্ন হাটে দেখা মেলে ভেড়া, দুম্বা এমনকি উটেরও। তবে সম্প্রতি সড়কের নিরাপত্তার বিষয়টি যেভাবে  আমাদের নজরে এসেছে, এবং আমরা চিন্তিত ও আশংকিত হয়ে পড়েছি, তেমনি আমাদের চিন্তা-আশংকার পাশাপাশি এবারে গরু-ছাগলদের মধ্যেও এ নিয়ে মতভেদ দেখা যায়। 

বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্যে আমাদের eআরকির এক পশু বিশেষজ্ঞ সরেজমিনে নেমে পড়েন। রাত দেড়টার দিকে আমিন বাজার ব্রিজের জ্যামে আটকে থাকা ট্রাকের একটি গরুর সাথে এ ব্যাপারে আলোচনা করা হলে সে বলে, ‘রাস্তাঘাটের অবস্থা তো এমনিতেই এবার ভালো না, তার উপর আবার আমার তো ভাই হাইওয়ে জার্নিই ভাল্লাগেনা। ট্রেন একটা সুন্দর জিনিস। বসার অনেক জায়গা থাকে, চাইলে ছড়ায় ছিটায় বসে থাকা যায়। এই ট্রাকে তো জায়গাও কম। শান্তিতে শুয়ে-বসে যে দেশ ও দশ নিয়ে চিন্তা করবো, জাবর কাটবো, সে সুযোগও পাই না।’

সে আরোও জানায়, ‘প্রত্যেক বছরই তো শুনি রাস্তা খারাপ রাস্তা খারাপ, কিন্তু কোন প্রতিকার দেখতাম না। আমি তো ধরেই নিছিলাম যে গরু বলেই হয়তো আমার মাথায় এইসব চিন্তা আসে। কিন্তু এবারে আন্দোলন দেখে বুঝলাম, যে না, সড়ক আসলেই নিরাপদ না!’

পাশেই জাবর কাটতে থাকা এক গরু ভাবলেশহীন ভঙ্গীতে বলে, ‘ভাই, লোকজনরে বইলা রাখেন এইবার যেন পিক আপ দিয়া নিয়া যায়। এই রাস্তায় হাইটা যাইতে পারমু না। অন্তত কোরবানি পর্যন্ত বাইচা থাকতে চাই, তার আগেই একসিডেনে (এক্সিডেন্ট) মরার কোনো ইচ্ছা নাই।’

তার কাছ থেকে বিদায় নিয়ে পাশের একটি পিক-আপে বসে থাকা ছাগলকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি নিশ্চিন্তে ঢেঁকুর তুলে জানায়, ‘আরে রাখেন মিয়া কিসের অনিরাপদ সড়ক, কই কী! গুজবে কান দিবেন না। শাজাহান মন্ত্রীর কথা শুনেন নাই? উনিই তো বলছেন যে গরু-ছাগলের ছবি চিনলেই লাইসেন্স দেয়া যায়। মানে বুঝেন নাই? সব ড্রাইভাররাই গরু-ছাগল চেনে। আমাদের চাপা পড়ে মারা যাবার কোন চিন্তা নাই।’

কান নেড়ে কাঁঠাল পাতা চিবাতে চিবাতে ছাগলটি আরোও বলে, ‘ঢাকায় যাচ্ছি ভেবেই তো ঈদ ঈদ লাগতেছে! শুনছি ওখানে নাকি অনেকেই আগে থেকে কাঁঠাল পাতা খায়। তারা নিশ্চয়ই আমাদের ডিমান্ডের কথা বুঝে।’ নিশ্চিত ভবিষ্যৎ সুখের কথা ভেবে তখনই তার চোখ আরামে বন্ধ হয়ে আসে।

শাজাহান খান বলেছেন যে গরু-ছাগলের ছবি চিনলেই লাইসেন্স দেয়া যাবে। কিন্তু তিনি তো গরু-ছাগলওয়ালা ট্রাক-পিক আপ চেনার কথা বলেন নি, এমন প্রশ্ন জিগ্যেস করলে ছাগলটি খানিকক্ষণ পাতা চিবানো বন্ধ করে চিন্তিত স্বরে বলে, ‘এইটা আসলে ফুড ফর থট। ইটস ওয়ান কাইন্ড অফ প্যারাডক্স।’

 

১৭৬৪ পঠিত ... ২০:৩৪, আগস্ট ১৯, ২০১৮

Top