এবার হ্যালোইন উৎসবে চাহিদা বাড়ছে শেখ হাসিনা কস্টিউমের

১৬১ পঠিত ... ১৬:২৬, অক্টোবর ২৬, ২০২৪

14

বছর ঘুরে আবারও আসছে হ্যালোইন। ৩১ অক্টোবর মহা ধুমধামে সারাবিশ্বে পালিত হবে এই দিনটি। দিনটিকে সামনে রেখে সাজগোজ করে মানুষকে ভয় দেখানোর জন্য পছন্দের কস্টিউম সংগ্রহ শুরু করেছেন অনেকে। তবে বাজার ঘুরে দেখা গেছে, এবার হ্যালোইনকে কেন্দ্র করে বেড়েছে শেখ হাসিনা কস্টিউমের চাহিদা।

শুধু বাংলাদেশ না, বিশ্বের নানান দেশে হ্যালোইনপ্রেমী জনতা সংগ্রহ করছেন শেখ হাসিনার কস্টিউম। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের হ্যালোইনে সবচেয়ে আকর্ষণীয় ও একই সাথে ভয় জাগানিয়া কস্টিউম হতে যাচ্ছে শেখ হাসিনা কস্টিউম।

শেখ হাসিনার আগে হ্যালোইনের কস্টিউম হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন আরও এক রাজনীতিবিদ। সেটাও ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের কস্টিউম এমন জনপ্রিয়তা পায়।

তবে বিষয়টিকে খুব একটা ভালোভাবে দেখছেন না বিশ্বের নানান প্রান্তে থাকা শেখ হাসিনার পরিবারের সদস্যরা ও শেখ হাসিনার দলের পলাতক রাজনীতিবিদরা। শেখ হাসিনার পরিবারের এক সদস্য বলেন, ওনাকে দেখলে এমনিতেও ভয় লাগে। সেজন্য ওনাকে ভারতে রেখে আমি আরেকটা দেশে থাকি। এখন যদি বিদেশে থেকেও হ্যালোইনে ওনাকে দেখা লাগে তাহলে তো ভয়ে মরেই যাব।

শেখ হাসিনার দলের এক রাজনীতিবিদও একই আশঙ্কার কথা বলেন। তিনি জানান, যাও একটু এই হ্যালোইনে বের হওয়ার কথা ছিল, আর বের হব না। দেশ থেকে পালিয়েছে, বিদেশে এসে হাসিনাকে দেখে হার্ট অ্যাটাক করে মরতে চাই না।

১৬১ পঠিত ... ১৬:২৬, অক্টোবর ২৬, ২০২৪

Top