দীর্ঘদিন ধরে মায়ের পদত্যাগের ধোঁয়াশা নিয়ে অভিযোগের ঝড় তুললেও, এবার সজীব ওয়াজেদ জয় নতুন ভাষায় তা চালানোর পরিকল্পনা করছেন। শেখ হাসিনা ভারতে দুই মাস অবস্থান শেষে এখন সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে, আর জয় প্রস্তুতি নিচ্ছেন আরবি ভাষার কোর্সে ভর্তি হওয়ার জন্য।
এক ফেক আইডি থেকে সজীব ওয়াজেদ জয় স্ট্যাটাস দিয়ে জানান, আমার মায়ের পদত্যাগ নিয়ে আমার অভিযোগের কোনো শেষ নেই, কিন্তু অভিযোগ করতে গেলে ভাষারও দরকার। ভারত থাকাকালীন হিন্দি শিখে আমি আমার দক্ষতা বাড়িয়েছি, কিন্তু আরব আমিরাতে এসে বুঝতে পারলাম— এখানে আরবি না শিখলে ঠিকমতো অভিযোগ করা যাবে না!
তবে এটা শুধু ভাষার ব্যাপার না, জয় বুঝেছেন যে আরব টেলিভিশনগুলোতে সাক্ষাৎকার দিতে হলে স্থানীয় ভাষায় অভিযোগ করাই শ্রেয়। তিনি আরও যোগ করেন, মায়ের সম্মান বাঁচানোর জন্য আমি হিন্দি শিখেছি, আর এবার আরবি শিখব— অভিযোগ করতে করতে তো আর এক ভাষায় আটকে থাকা যায় না। পুরো মধ্যপ্রাচ্য জানুক, আমার মা পদত্যাগ করেনি।
খবর পেয়েই আরব আমিরাতের স্থানীয় ভাষা শিক্ষাকেন্দ্রগুলোতে ভিড় জমতে শুরু করেছে। শিক্ষাকেন্দ্রের একজন প্রতিনিধি বলেন, আমাদের কোর্সের খোঁজখবর অনেক বেড়ে গেছে, সবাই অভিযোগ শেখার নতুন ভাষা চাইছে! আমরা আলাদা একটা বিভাগ খুলছি ‘অভিযোগের ভাষা বিভাগ’ নামে।
এদিকে, বিশ্বজুড়ে রাজনীতিবিদরা আশঙ্কা করছেন যে জয় আরবি শেখার পর বিশ্বব্যাপী তার অভিযোগ করার শক্তি বহুগুণে বেড়ে যাবে। একজন বিশ্লেষক বলেন, এখন যে হারে জয় অভিযোগ করছে, ভবিষ্যতে তার কাছে কোনো সরকার বা প্রশাসন নিরাপদ থাকবে না। আগামী বছর পর্যন্ত আমরা শুনতে থাকব তার মায়ের পদত্যাগ নিয়ে আরও বিস্তৃত আরবি ভাষার বিবৃতি।