চাই সবার জন্য সমানাধিকার, চাই রাতের ভোট; বলল আওয়ামীলীগ

৭৪ পঠিত ... ১৬:০৫, অক্টোবর ০৭, ২০২৪

18

আসন্ন নির্বাচনে সবার জন্য সমান অধিকার চেয়েছেন আওয়ামী নেতারা, এমনকি সকলের অধিকার রক্ষার প্রতীক হিসেবে তাদের জন্য আলাদা করে রাতে ভোট রাখার ব্যবস্থাও চেয়েছে আওয়ামীলীগ। পাশাপাশি তাদের নিজস্ব ভোটব্যাংক হিসেবে সুপরিচিত কবরবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। জীবিত কিংবা মৃত সকলের ভোটের অধিকার রক্ষায় সামনে বেশকিছু কর্মসূচি দেওয়ার পরিকল্পনাও আছে তাদের।

গর্ত থেকে এক আওয়ামী নেতা আমাদের বলেন, মানুষের ভোটের অধিকারের জন্য আমরা সবসময়ই সচেষ্ট ছিলাম এবং এখনও আছি। জীবিত কিংবা মৃত ভোটারের মধ্যে আমরা কোনো ফারাক করি না। আমাদের সময় যেমন সকলের ভোটের অধিকার ছিল, আশা করছি এখনও সেটি বজায় থাকবে। আমাদের জন্য রাতের ভোট আয়োজন করতে আহ্বান করার মূল উদ্দেশ্য রাতের ভোটাররাও যাতে নির্বাচনে অংশ নিতে পারে।  

সামনের নির্বাচনের দিনগুলোতে বিগত দিনের মতো হেলমেট বাহিনীর কেন্দ্র পাহারা দেওয়া কিংবা প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের ঐতিহ্য বজায় থাকবে কিনা, সেটি সম্পর্কে জানতে চাইলে সহমত ভাই আমাদের বলেন, নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে তোমরা মাঠে থাকবে। হেলমেট হাতুরি পরে প্রতিপক্ষকে থামানোর চেষ্টা করবে তবে চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে জার জার ওবস্তান থেকে পালিয়ে যেও।

৭৪ পঠিত ... ১৬:০৫, অক্টোবর ০৭, ২০২৪

Top