শীত আসলে কয় মাঘে যায়? এটা আমাদের চিরচেনা একটি প্রশ্ন। এক মাঘে যায়? দুই মাঘে যায়? নাকি শীত আসলে কোনোদিনই যায় না? কিছু মানুষ বলে, শীত তো কখনও যায় না— গ্রীষ্মের মধ্যেও শীত লুকিয়ে থাকে। আবার কেউ বলে, শীত সব গরমের ভেতরে ঘুমিয়ে থাকে, অপেক্ষায় থাকে সুযোগের।
সাম্প্রতিক সময়ে আপা কথায় কথায় বলেছেন, এক মাঘে শীত যায় না। যদিও এদেশে মানুষজন এই কথা আগে থেকেই বলে আসছে, আপার মুখে শোনার পর কথাটি এক নতুন মাত্রা পেয়েছে। আপা বলেছেন বলেই সেটা যেন সবাই মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শীত আসলে কয় মাঘে যায়?
এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে দেশের আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গঠন করেছে ৫ সদস্যের একটি বিশেষ কমিটি। এই কমিটির কাজ হবে নাসার বিজ্ঞানীদের সাথে বৈঠক করে বের করা আসলে শীত কয় মাঘে যায়।
কমিটি ইতোমধ্যেই নাসায় পাড়ি জমিয়েছে। বিজ্ঞানীদের সাথে জরুরি বৈঠক শেষে তারা এই জটিল রহস্যের সমাধান করবে বলেই আমরা আশা করছি। দেশবাসী এই কমিটির দিকে তাকিয়ে রয়েছে। শীত কয় মাঘে যায়— এই চিরন্তন প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে? নাকি শীত তার একচেটিয়া ক্ষমতায় পুরো দেশকে কাবু করে রাখবে?
বৈজ্ঞানিক গবেষণা চলতে থাকুক, শীতকে বিদায় জানাতে আমাদের প্রস্তুতি শুরু থাকুক!