এক্সকিউজ হিসাবে আদু ভাই স্বীকৃতি পেল বৃষ্টি

৬৬ পঠিত ... ১৪:০৫, অক্টোবর ০৩, ২০২৪

6

এক্সকিউজ হিসাবে সবকিছুর শীর্ষে অবস্থান করছে বৃষ্টি। অফিস ছুটি, ক্লাসে দেরি, ডেটে দেরি, ঘুম থেকে উঠতে দেরি— এমন হাজারও কাজের পেছনের এক্সকিউজ হিসেবে হাজার বছর ধরে ব্যাকআপ দিয়ে যাচ্ছে বৃষ্টি। বছর বছর ধরে এমন ব্যাকআপ হিসেবে কাজ করায় এক্সকিউজদের আদু ভাই হিসেবে স্বীকৃতি পেয়েছে বৃষ্টি।

অফিস মিটিং মিস করা হোক বা সকালের ঘুম থেকে দেরি করে ওঠা, বৃষ্টি সবসময় ছিল এক অনন্য অজুহাত। কারও জুতায় কাদা লেগে গেলে আর ঠিক সময়ে পৌঁছাতে না পারলে, দোষটা দিব্যি বৃষ্টির ঘাড়ে চাপিয়ে ফেলা যায়। এখন এই এক্সকিউজের অদ্ভুত জনপ্রিয়তার কারণে বৃষ্টিকে এক সম্মানসূচক পদে আসীন করা হলো।

বিশেষজ্ঞদের মতে, এমন হাজার বছরের অভিজ্ঞতা ও দক্ষতা থাকায় এক্সকিউজ জগতের সর্বোচ্চ শিখরে স্থান করে নিয়েছে বৃষ্টি। অন্য সব এক্সকিউজকে পেছনে ফেলে, অফিসের ছুটির কারণ হিসেবে, ক্লাসে দেরি বা একেবারেই না যাওয়ার জন্য, বৃষ্টি সবার প্রথম পছন্দ।

সর্বশেষ সংবাদে জানা গেছে, আদু ভাই হিসেবে সম্মানিত হওয়ার জন্য বৃষ্টির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে আকাশে মেঘ করে আসা দেখে মনে হচ্ছে, বৃষ্টি তার উদযাপনটা এবারও যথারীতি শুরু করে দিতে যাচ্ছে! 

 

 

 

৬৬ পঠিত ... ১৪:০৫, অক্টোবর ০৩, ২০২৪

Top