শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা নিয়ে ভারতের গাজিয়াবাদে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি

১৫৭ পঠিত ... ১৭:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২৪

35

ভারতের গাজিয়াবাদে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এক ‘ঐতিহ্যবাহী’ সংঘর্ষের ঘটনা ঘটেছে শেখ হাসিনার জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে। ছাত্রলীগের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, জন্মদিনের কেক কে কাটবে, তা নিয়ে শুরু হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয়।

একজন ছাত্রলীগ নেতা এই মারামারিকে গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরতে গিয়ে বলেন, আমাদের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী, আপার জন্মদিনে কোনো মারামারি না হলে রক্ত গরম হয় না। তাই সকাল সকাল একটু মারামারি করে নিলাম। এখন ভালো লাগছে। তাছাড়া মারামারি করেছি শুনলে আপাও খুশি হবেন।

এই বক্তব্যের প্রেক্ষাপটে আরেকজন নেতা বিষয়টি আরও খোলাসা করে বলেন, আপা যখন দেশ ছেড়ে বিদেশে চলে যান, তখন থেকেই আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। ভারতে এসে সেই ঠান্ডা রক্ত গরম করার জন্যই এই মারামারি করতে হয়েছে!

স্থানীয় বাসিন্দারা জানান, গাজিয়াবাদে এ ধরনের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়া নতুন কিছু নয়। তবে শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা নিয়ে এমন তুমুল সংঘর্ষের ঘটনা তাদের জন্য বিস্ময়ের কারণ। একজন স্থানীয় দোকানি মুচকি হেসে বলেন, এখানে রাজনৈতিক মারামারি নতুন না, কিন্তু কেক কাটাকে কেন্দ্র করে এমন দাঙ্গা হবে, সেটা ভাবিনি। রাজনীতির রং-ঢং তো দেখি দিন দিন বদলাচ্ছে!

এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মজা করে বলেছেন, কেক নিয়ে এমন মজা অন্য কোনো দল দিতে পারবে না!

অন্যদিকে, কেউ কেউ এটাকে ছাত্রলীগের ‘হাজার বছরের ঐতিহ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে ভারতের বাইরে অবস্থিত ছাত্রলীগ নেতারা এই মারামারির কথা অস্বীকার করেছেন। তারা বলেছেন, এই মারামারি ছাত্রলীগ করেনি, ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা শিবির করেছে। আমাদের কোনো দোষ নাই।

১৫৭ পঠিত ... ১৭:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২৪

Top