দুর্গাপূজাকে সামনে রেখে আশায় বুক বাঁধছেন সিঙ্গেল সমাজ

২৬৭ পঠিত ... ১৮:১২, সেপ্টেম্বর ২৫, ২০২৪

22

সামনে আসছে দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে আশায় বুক বাঁধছেন সিঙ্গেল সমাজ। কেউ কেউ আশা করছেন এই পূজাতেই পরিবার বিয়ের কাজটা সেরে ফেলবে, দীর্ঘ সিঙ্গেল জীবনের পর একটা প্রেমের আশায় দুর্গার আগমনের অপেক্ষা করছেন কেউ কেউ।

এমনই এক ব্যাচেলর বলেন, পূজার জন্যই বেঁচে আছি। পূজা আসবে, জীবনে প্রেম আসবে। নইলে এই জীবন ছেড়ে কবে যে চলে যেতাম!

অনেকে আশায় আছেন বিয়ের। এমনই একজন বলেন, আমার দ্বারা প্রেম হবে না এটা আমি এতদিনে বুঝে গেছি। এখন শেষ ভরসা পূজা। পূজা আসলে মায়ের পদতলে আর কিচ্ছু চাইব না, চাইব শুধু একটা জীবনসঙ্গী।

অনেকে এতটাই সিঙ্গেল যে তারা মনে করছেন দুর্গার আশির্বাদেও তাদের প্রেম বা বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা তাকিয়ে আছেন পরিবারের দিকে। আশায় বুক বাঁধছেন, পূজার আনন্দের পরিবার যদি তাদেরকে একটা বিয়ে করিয়ে দেয়। তাতেই জীবন সার্থক।

২৬৭ পঠিত ... ১৮:১২, সেপ্টেম্বর ২৫, ২০২৪

Top