আগামী দুই মাস সেলুনে বাড়তে পারে ক্রেতা

২০৪ পঠিত ... ১৭:৪৯, সেপ্টেম্বর ১৮, ২০২৪

আগামী দুই মাস সেলুনে ক্রেতা বাড়বে বলে জানিয়েছে, বাংলাদেশ সেলুন গবেষণা ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে সংস্থাটি এইসব তথ্য জানায়। পাশাপাশি লম্বা চুলের ছেলে, চুলে কালার করা মেয়ে, চুল কালার করা ছেলে ও চুলে বাহারি কাট দেওয়া ছেলেদেরকে ৮ নাম্বার বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্প্রতি সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তবে সেলুন গবেষণা ইনস্টিটিউট জোর দিয়ে জানিয়েছে, সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়ার সাথে সেলুনে ক্রেতা বাড়ার ঘটনার বিন্দুমাত্রও মিল নেই।

এই গবেষণা প্রকাশের পর সেলুনগুলোয় দেখা গেছে কর্মব্যস্ততা। সব সেলুনই নিয়োগ দিচ্ছেন নতুন নতুন নরসুন্দর। আর্মি কাট পারা নরসুন্দরদের চাহিদা বেশি বলেও বাজার ঘুরে জানা গেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এক সেলুন ব্যবসায়ী বলেন, এই লোকটাকে কেউ প্লিজ থামান। উনি এইগুলা কী শুরু করছে? এখন তো কাস্টমারই সামাল দিতে পারব না। অনেকদিন পর এমন এক সরকার পেলাম যারা আমাদের মতো সেলুন ব্যবসায়ীদের কথাও ভাবেন।

এই পবিত্র দুই মাস উপলক্ষে আর্মি কাটিং ছাটে ৫০% ডিসকাউন্ট দেবেন বলেও জানিয়েছেন অনেক সেলুন দোকানদার। পাশাপাশি থাকবে একটা গোল্ডেন ফেসিয়াল একদম ফ্রি।

 

২০৪ পঠিত ... ১৭:৪৯, সেপ্টেম্বর ১৮, ২০২৪

Top