নতুন গ্রুপ খুলল শিল্পী সমাজ; আপা আসবেই

৩২৪ পঠিত ... ১৭:০৮, সেপ্টেম্বর ১১, ২০২৪

8

আন্দোলনের সময় আলো আসবেই নামে গ্রুপ খুলে আলোচনায় এসেছিলেন বেশকিছু শিল্পীরা। পরে আলো না আসায় তাদের গ্রুপটি অন্ধকারে চলে গেলেও, নেটিজেনরা গ্রুপটি সম্পর্কে সকলকে জানান। আপাতত সে গ্রুপের বেশিরভাগ সদস্য আত্মগোপনে থাকলেও, অবিশ্বস্ত এক সূত্রে আমরা জানতে পেরেছি ‘আপা আসবেই’ নামে নতুন একটি গ্রুপ খুলেছেন তারা। গ্রুপটিতে তাদের পাশাপাশি বেশ কিছু সহমত ভাইও আছেন বলে জানা যায়।

গ্রুপের এডমিন এবং গিজার ব্যবসায়ী করুণা অবিশ্বাস আমাদের বলেন, আগে আলো নিয়ে আসার পরিকল্পনা থাকলেও এখন প্রাথমিকভাবে আপাকে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। আপা আসলেই আলো আসবে। তবে সবকিছুকে বেশ ধীর গতিতে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ এখন যে গর্তগুলো থেকে আমরা কাজ করছি, সেখানে ইন্টারনেটের গতি খুব স্লো।

অন্যদিকে গ্রুপটির ইউরোপিয়ান শাখার সহ-সভাপতি, ইস্টার্ন ইউরোপের রাস্তার পাশে থাকা একটি গর্ত থেকে আমাদের বলেন, দেশকে ইউরোপের গতিতে এগিয়ে নিয়ে যেতে হলে আপাকে আমাদের লাগবেই। আপা চেয়েছিলেন দেশের রাস্তাগুলোকে ইউরোপের মতো বানাতে। কিন্তু আপনাদের ভালো লাগল না।

এই গ্রুপের আরেক সদস্যের কাছে তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে, তিনি ডিগবাজি দিতে দিতে পালিয়ে যান।

৩২৪ পঠিত ... ১৭:০৮, সেপ্টেম্বর ১১, ২০২৪

Top