বিড়ালের মালিক গুলি খাওয়ার ১৫ বছর পর যেভাবে বিড়ালটি মারা গেলো

১৯২০ পঠিত ... ০৬:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০১৮

এক প্রেগনেন্ট মহিলা বাড়ি ফিরতে গিয়ে ক্রসফায়ারের মধ্যে পড়লো এবং পেটে তিনটা গুলিও খেয়ে গেলো। তাকে দ্রুত নেওয়া হলো হাসপাতালে। ডাক্তাররা তাকে পরীক্ষা করে দেখলো, তার পেটে তিন বাচ্চা এবং প্রত্যেকে আলাদা আলাদা করে গুলি খেয়েছে। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদের কিছুই হয় নি। তারা ভালো আছে। অপারেশন করে গুলি বের করারও প্রয়োজন নেই। পরে এমনিই কোনো একদিন গুলি বের হয়ে যাবে।

তারপর একদিন মহিলার তিনটা বাচ্চা হল, একটা মেয়ে দুটা ছেলে। তাদের বয়স যখন পনের হল একদিন মেয়ে ছুটে
এসে বললো,
—মা, আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে।
—কী হয়েছে?
—আমি বাথরুম করতে গেছি একটা বুলেট বের হয়েছে।
মা এবারো খুশি হলেন। ‘যাক...ঘাবড়িও না এমনটাই হওয়ার কথা ছিল, ভয় পাওয়ার কিছু নেই।’

পরদিন তার এক ছেলে ছুটে এল, সেও বললো,
—মা, আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে।
—কী হয়েছে?
— আমি বাথরুম করতে গেছি, একটা বুলেট বের হয়েছে।
মা এবারো খুশি হলেন। ‘যাক... এমনটাই হওয়ার কথা ছিল, ভয় পাওয়ার কিছু নেই।’

পরদিন তার তিন নম্বর ছেলে ছুটে এল, সেও বললো,
—মা, আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে।
—জানি তুমি বাথরুম করতে গিয়ে একটা বুলেট বের হয়েছে... এই তো?
—না।
—তাহলে??
—আমি হাই তুললাম... আর গুলি খেয়ে তোমার পালা মিনি বিড়ালটা মরে গেল!

১৯২০ পঠিত ... ০৬:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top