করোনাকালে অনলাইন ক্লাস করতে গিয়ে মাইক মিউট-আনমিউট করা নিয়ে ভয়াবহ আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক সবাই কমবেশি আক্রান্ত। আতঙ্কের মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে ভুলে মাইক আনমিউট হয়ে যাওয়ায় সৃষ্ট কিছু বিব্রতকর পরিস্থিতির ঘটনা নিয়ে এই প্রতিবেদন!
মায়ের খবরদারী!
ক্লাসের পড়া না পারলে মায়ের মুখ থেকে 'এই কু*র বাচ্চা' জাতীয় মধুর বাণী শুনে বাংলাদেশিরা যদিও অভ্যস্ত, তবে অনলাইন ক্লাসে এহেন আক্রমণ একটু বিব্রতকরই বটে। এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার এক স্কুলের অনলাইন ক্লাসে। শিক্ষক ছাত্রকে পড়া জিজ্ঞেস করেছিলেন, ফাঁকিবাজ ছাত্রটি উত্তর দিতে পারেনি। শিক্ষক তাকে কিছু বলার আগেই তেড়ে আসেন ছাত্রের মা, মাইক আনমিউট থাকায় পুরো ক্লাসই উপভোগ করে চমৎকার এক গালিবৃষ্টি।
অনলাইনে ‘বায়ুত্যাগ’!
জুম কলে চলছিলো বৃদ্ধ ব্যক্তিদের অনলাইন ক্লাস। ক্লাসের এক সদস্য হঠাৎ মাইক আনমিউট করে বিশাল শব্দে বায়ুত্যাগ করে আবার মাইক মিউট করে ফেলেন।
হতভম্ব শিক্ষক পরে অবশ্য বুঝতে পেরেছিলেন বায়ুত্যাগের আগে আনমিউট করার রহস্য। ওই বৃদ্ধ ছাত্র বেচারা বায়ুত্যাগের আগে ভেবেছিলেন তার মাইক আনমিউট করা, তাই সতর্কতাবশত 'মিউট' বাটনে আবার ক্লিক করাতেই এমন বিপত্তি!
শিক্ষকের পরকীয়া ফাঁস!
মাইক সংক্রান্ত ঝামেলায় সাধারণত শিক্ষার্থীরা বেশি ভোগান্তি পোহালেও একবার এক শিক্ষকও পড়েছিলেন লজ্জাজনক পরিস্থিতিতে। ভুলে মাইক আনমিউট করেই ক্লাসের মাঝখানে স্ত্রীর সাথে কথা বলছিলেন তিনি। স্ত্রী বাসা থেকে বেরিয়ে যাওয়া মাত্রই প্রেমিকাকে কল করে ফাঁকা বাসায় আমন্ত্রণ জানান তিনি, যার সাক্ষী হয়েছিলো পুরো ক্লাস!
পড়বি তো পড় শিক্ষকের ঘাড়েই!
একবার এক অনলাইন ক্লাসে এক ছাত্রী ভুলে মাইক আনমিউট রেখেই ছোট ভাইয়ের কাছে শিক্ষকের নামে অভিযোগের ঝুলি খুলে বসেছিলো। আরাম করে শিক্ষকের পড়ানোর ধরন, অগোছালো বাসা নিয়ে সমালোচনা করছিলো ভাইবোন মিলে, চুপচাপ যা শুনে যাচ্ছিলেন শিক্ষক নিজেও। ক্লাসের বাকি ছাত্ররা মেয়েটিকে মাইক মিউট করার জন্য মেসেজ দিলেও ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে।
আগুন বিভ্রাট
এক শিক্ষক সাইকোলজির অনলাইন ক্লাসে বিভিন্ন রকম মতবাদ নিয়ে আলোচনা করছিলেন। কথা বলতে বলতেই তিনি হঠাৎ 'আগুন, আগুন!' বলে চেঁচিয়ে উঠলেন। ক্লাসের ছাত্রছাত্রীরা ধরে নিয়েছিলো তিনি বোধহয় সিগমুন্ড ফ্রয়েডের থিওরিকে আগুন বলে আখ্যা দিচ্ছেন। কিছু আঁতেল ছাত্র তাদের নোটখাতায় আগুন লিখেও ফেলেছিলো। তবুও শিক্ষকের আগুন গরম চেঁচামেচি থামছিলোই না।
কিছুক্ষণ পর জানা গেল, আসলে ওই শিক্ষকের বাসাতে আগুন লেগে গিয়েছিলো। আতঙ্কিত হয়ে স্ত্রীকে সতর্ক করার জন্যই তিনি আগুন বলে চিৎকার করছিলেন!
গাঁজার নৌকা অনলাইন ক্লাসে যায়!
অনলাইন ক্লাস করতে করতে এক ছাত্রের একটু শখ হয়েছিলো মহাকাশ ঘুরে আসার। রকেট যোগাড় করা বেশ দুঃসহ কাজ, তাই গঞ্জিকার একটা স্টিক ধরিয়ে আয়েশ করে টান দিচ্ছিলো ছেলেটি।
মহাকাশ যাত্রার মাঝপথে জানা গেলো, তার ক্যামেরা অন ছিলো!
বাথরুম বিভ্রাট!
ইউনিভার্সিটির প্রিন্সিপাল সাহেব অনলাইন সমাবর্তনে ছাত্রদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন দিচ্ছিলেন, যা লাইভ রেকর্ড করা হচ্ছিলো সমাবর্তনের স্মৃতি ধরে রাখার জন্য। হঠাৎ প্রিন্সিপালের স্ত্রী আচমকা ঢুকে পড়লেন প্রেজেন্টেশনের মধ্যে, আর তারস্বরে চ্যাঁচানো শুরু করলেন, কেন প্রিন্সিপাল সাহেব এখনো বাথরুম পরিষ্কার করেননি তা নিয়ে। প্রিন্সিপালের এই বিব্রতকর পরিস্থিতির সাক্ষী থাকা লাইভ রেকর্ডটি ছাত্রদের কাছে কিভাবে ভাইরাল হয়ে গিয়েছিলো, সে ঘটনা বলাই বাহুল্য!
কুম্ভকর্ণের অনলাইন ক্লাস!
মডার্ন আর্ট ও রেনেসাঁ নিয়ে বেশ জোরদার ক্লাস চলছিলো অনলাইনে। হঠাৎ এক ছাত্রের মাইক থেকে ভেসে এলো ভয়াবহ নাক ডাকার আওয়াজ। কল দিয়ে, মেসেজ দিয়ে, নাম ধরে ডেকে, কোনভাবেই ছাত্রটিকে ঘুম থেকে তোলা যাচ্ছিল না। কিছুক্ষণ নাক ডাকার আওয়াজের মধ্যেই শিক্ষক ক্লাস চালিয়ে নেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে শিক্ষক বেচারা ক্লাসই বাতিল করে দিলেন!
লেট লতিফের জ্বালা
এক ছাত্র আজীবনই ক্লাসের সবচেয়ে বিখ্যাত লেট লতিফ। একদিন বহুকষ্টে অনলাইন ক্লাসটাইমের পাঁচ মিনিট আগে সে জয়েন করলেও বিধিবাম, সেদিনই শিক্ষক ক্লাসটাইমের কিছুক্ষণ আগেই পড়ানো শুরু করে দিয়েছিলেন। হতাশ বেচারা 'ধুর শালার অনলাইন ক্লাস' বলে বেশ কিছুক্ষণ মধুর গালিবর্ষণ করে মনের ঝাল মিটিয়ে শেষ করার পর আবিষ্কার করলো, তার মাইকটা আনমিউট করা ছিলো, ফলে তার গালির বৃষ্টি শুনতে পেয়েছেন শিক্ষক নিজেও!
তথ্যসূত্র: Boredpanda.com
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন