সাক্ষরতা কী ও কেন জরুরি? সাক্ষরতা নিয়ে এই ১০টি উক্তি তা বুঝতে সাহায্য করবে

১৫৯২ পঠিত ... ১৪:৪৪, সেপ্টেম্বর ০৮, ২০২১

Kofi-Anan

 

১#
সাক্ষর মানুষ জগৎকে সত্যিকার অর্থে দেখতে পারে। সঙ্গীত অনুরাগী মানুষ অন্যের হৃদয়ের কাছে পৌঁছাতে পারে। আর এই দুইয়ের মিশেলে একজন মানুষ হয়ে ওঠে অদম্য। 

গ্রেস স্লিক
মার্কিন গায়িকা ও চিত্রশিল্পী 

 

#২
নিরক্ষরতার সবচেয়ে বাজে দিক হলো রাজনৈতিক নিরক্ষরতা। যে রাজনৈতিকভাবে নিরক্ষর, সে নিজের অধিকার নিয়ে আওয়াজ তুলতে জানেনা, আওয়াজ শুনতেও জানেনা। সে জানেনা, তার জীবনের মূল্য, অধিকারের মূল্য সবকিছুই নির্ভর করে আছে রাজনৈতিকদের আঙুল হেলানোর ওপর। রাজনৈতিক ভাবে নিরক্ষর মানুষ এতটাই মূর্খ যে সে গর্ব ভরে বলে, “আমি রাজনীতি ঘৃণা করি।” সে কখনো বুঝতেই পারেনা, তার এই গর্ব, এই অজ্ঞতাই জন্ম দেয় দূর্নীতিবাজ, অর্থলোভী রাজনৈতিক নেতাদের। 

বার্টল্ট ব্রেশট
জার্মান কবি ও নাট্যব্যক্তিত্ব 

 

#৩
গণতন্ত্র কখনোই সাক্ষরতার ওপর নির্ভর করে না। যদি সাক্ষরতা আর গণতন্ত্র নির্ভরশীল হতো, তাহলে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে নিরক্ষতার হার এত বেশী হতোনা। দূর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য ইউনিভার্সিটির ডিগ্রী প্রয়োজন হয়না। অন্যদিকে, নিরক্ষরতা দূর করার জন্য প্রয়োজন সুষ্ঠ আর কর্মক্ষম রাজনৈতিক ব্যবস্থা। 

আলা আল আসওয়ানী 
মিশরীয় লেখক

 

#৪
পড়তে বা লিখতে না জানাটা নিরক্ষরতা নয়। নিরক্ষরতা হলো, জানার আগ্রহ না থাকা। 

অভিজিৎ নস্কর
ভারতীয় বিজ্ঞানী ও লেখক

 

#৫
সাক্ষরতা হলো দুঃখ আর আশার মধ্যকার সেতুবন্ধন। আধুনিক সমাজে টিকে থাকতে হলে এর বিকল্প নেই। সাক্ষরতাকে এক কথায় বলা যায় দারিদ্র্যের বিরুদ্ধে দূর্ভেদ্য দেয়াল, উন্নয়নের সর্বপ্রথম ধাপ। সাক্ষরতা একটি বিশেষ মৌলিক অধিকার, যার মাধ্যমে প্রতিটি মানুষ নিজেদের অন্তর্নিহিত শক্তিকে জানতে পারে, এগিয়ে যেতে পারে উন্নত ভবিষ্যতের দিকে। 

কফি আনান
জাতিসংঘের সাবেক মহাসচিব 

 

#৬
সাক্ষরতা মানুষকে বিজ্ঞাপনের বলি বানায়। আর নিরক্ষরতা বলি বানায় চাকরির। 

মোকোকোমা মোখোনোয়ানা
দার্শনিক ও সমালোচক 

 

#৭
নিরক্ষর মানুষেরা যখন পত্রিকা কেনে, তখন তাদের কাছ থেকে কেবল ছবির দামটুকুই রাখা উচিত। 

মোকোকোমা মোখোনোয়ানা
দার্শনিক ও সমালোচক 

 

#৮
স্কুলে না যাওয়াটাই কেবল নিরক্ষরতা না। শিক্ষক কী পড়াচ্ছেন, সেটা বুঝতে না পারাও এক ধরনের নিরক্ষরতা। 

সামিনু কান্তি
নাইজেরিয়ান রাজনীতিবিদ 

 

#৯
বর্ণ, গোত্র, শ্রেণি, লিঙ্গ বা ধর্মবিশ্বাসের চেয়েও যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি বিভক্ত করেছে তা হলো সংস্কৃতি আর ভাষা। এই বিভাজনটি হলো এমন দুটি গোষ্ঠীর মধ্যে, যাদের সংখ্যালঘু দলটি শিক্ষিত ও সভ্য, অপর দলটি সংখ্যায় বড় হলেও শিক্ষা ও সাক্ষরতার অধিকার থেকে বঞ্চিত। 

ক্রিস হেজেস 
মার্কিন সাংবাদিক ও লেখক 

 

#১০
সাক্ষরতা প্রতিটি মানুষকে নতুন করে জন্ম দেয়। সাক্ষরতার এই নতুন জীবনে একজন মানুষ আর কখনোই একা বোধ করেনা, তাকে সঙ্গ দেয়ার জন্য প্রস্তুত থাকে অগণিত বই। 

রুমার গডেন
ইংরেজ লেখক

 

তথ্যসূত্র: Goodreads

১৫৯২ পঠিত ... ১৪:৪৪, সেপ্টেম্বর ০৮, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top