ইন্টারনেটে টানা ২ ঘন্টা কিছুই না করে চুপচাপ ক্যামেরার সামনে বসে আছে একজন, এমন ভিডিও দেখেছেন কখনও? ইউটিউবে অমন এক ভিডিও দর্শকেরা দেখেছিল ৩ মিলিয়ন বার। আপনি যদি এর মধ্যে একজন না হয়ে থাকেন, তবে সিঙ্গাপুরের এক অধ্যাপকের ২ ঘন্টার ‘মিউট মোডের লেকচার’ দেখে এই অভিজ্ঞতা লাভ করতে পারেন!
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির এক অধ্যাপক মিস্টার ওয়াং ডং অনলাইন ক্লাসে দুই ঘন্টা ব্যাপী লেকচার শেষ করে আবিষ্কার করেন তার কথা কোনো ছাত্র-ছাত্রীই শুনতে পায়নি! তার কারণ পৃথিবী অসম্ভব গতিতে ডিজিটাল হয়ে গেলেও কিছু ভুল আমরা কিংবা আমাদের ডিজিটাল ডিভাইস নিজেরাই করে ফেলে। তেমনিভাবে সেই শিক্ষকের আইপ্যাডের ত্রুটি কিংবা Glitch এর ফলে তিনি ছাত্র-ছাত্রীদের সহ নিজেকেও মিউট করে দেন। অন্যদিকে স্যার মুখ নাড়িয়ে গেলেও কেউ অপর পারে কিছু শুনতে না পাওয়ায় নানাভাবে শিক্ষকের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেও শিক্ষক মহাশয়ের মনোযোগ লেকচার থেকে কোনোভাবেই সরে না।
লেকচার শেষে যখন মাস্টারমশাই সকলকে আনমিউট করে জানতে চাইলেন কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, তখন কিছুই বুঝতে না পারা শিক্ষার্থীরা শিক্ষককে জানান যে এতক্ষণ কী ঘটে গেছে। তারা জানায়, ৬:০৪ থেকে তার কোনো কথা তারা শুনতে পারছে না। শুনে স্যার তো অবাক, সাথে হতাশও। দু’ঘন্টা ধরে এত কষ্ট করে লেকচার দেওয়ার পর এই কথা জানলে হতাশ তো হতেই পারেন, তাই না? যদিও এখন তিনি অনলাইন লেকচার দেওয়ার সময় সাথে মোবাইল নিয়ে বসেন, যাতে আবার এমন গোলযোগ দেখা দিলে শিক্ষার্থীদের সতর্কবার্তা তিনি সাথে সাথে জানতে পারেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন