ভারতীয় সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী। ২০১৫ সালের ৩ মার্চ তিনি লন্ডনে বিভিন্ন দেশের বিচিত্র সংস্কৃতির সঙ্গীতশিল্পী ও যন্ত্রবাদকদের সাথে মিলে একত্রে গান করেন এমন এক অনুষ্ঠানের ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড দেন। ৬ বছর পর সে স্মৃতি মনে করে তিনি ফেসবুকের মেমরিটি শেয়ার করেন। আর শেয়ারের কিছুক্ষণের মাঝে সকল তারকাদের কমেন্টবক্সে যেভাবে কিছু কান্ডজ্ঞানহীন মানুষ তাদের অযাচিত প্রশ্ন নিয়ে হানা দেয়, তেমনি তার কমেন্টবক্সেও এক লোক চলে আসে তার ‘প্রতিভা’ দেখাতে। প্রশ্ন করে 'অর্ণব ভাইয়া কেমন আছেন?' এখানে 'অর্ণব ভাইয়া' হলেন দুই বাংলার জনপ্রিয় গায়ক, সুরকার ও সাহানা বাজপেয়ীর প্রাক্তন স্বামী শায়ান চৌধুরী অর্ণব, তা বলার অপেক্ষা রাখে না।
সাহানা কমেন্টবক্সের রিপ্লাইয়ে ইংরেজিতে যা বলেছেন তা হলো: 'আপনি তো এই প্রশ্নটি যাকে নিয়ে করছেন তাকে গিয়েই করতে পারেন, তাই না? ওপরের পোস্টটি দেখে কি আপনি জানতে চেয়েছেন সাহানা কেমন আছে? অবশ্যই না। কারণ একজন নারী এ ধরনের প্রশ্নের সহজ টার্গেট, তাই না? একজন নারীকে নিয়ে মজা করা, ট্রল করা ও বাজে কথা বলে ছোট করাটা খুব সহজ। আমি আশা করি মেয়েদের প্রতি অসম্মানমূলক মন্তব্য করার বাজে মানসিকতা থেকে আপনি দ্রুত সেরে উঠবেন।'
জনপ্রিয়দের নিজস্ব জীবন, নিজস্ব পছন্দে তাদের কিছু কমনসেন্সহীন ভক্তরা প্রায়শই বাম হাত ঢুকিয়ে দিতে তথা নিজেদের মূল্যহীন মন্তব্য জাহির করতে কেন যেন বেশ পছন্দ করে। পছন্দের তারকা যুগলের বিচ্ছেদ হলে তা নিয়ে ভক্তদের কষ্ট থাকতেই পারে। কিন্তু কেউ তার অর্জন নিয়ে কথা বলার সময়, তাকে যদি প্রশ্ন করা হয় তার প্রাক্তনের খবরাখবর (যার মূল উদ্দেশ্য তারকাকে বিব্রত করা) তাও আবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, তখন একটা সময়ের পর মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবেই! হয়তো প্রতিদিনই এমন অনেক কিছু বলেই বিব্রত করার চেষ্টা করেন বিকৃত মানসিকতার নানান ব্যক্তি। সেই প্রেক্ষিতেই সাহানা এবার 'ধুয়ে' দিলেন এই আজাইরা প্রশ্নকর্তাকে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন