সোহেল তাজের 'বাপে দিল ছয় দফা আর ছেলে দিল সিক্স প্যাক’ মিম প্রতিযোগিতা

৩৪৩৩ পঠিত ... ১৯:৫২, জুন ০৭, ২০২১

৭ জুন বাংলাদেশের ছয় দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধুর নির্দেশে ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে তৈরি করা হয় বাংলার মানুষের অধিকার আদায়ের এক যুগান্তকারী দাবিনামা- ছয় দফা। পরবর্তীতে এই ছয় দফার ভিত্তিতেই তৈরি হয় বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম।

bap-6-dofa-chele-6-pack

ছয় দফা প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ। কিন্তু বর্তমানে তাঁর পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ (সোহেল তাজ নামে পরিচিত) কেন রাজনীতি ছেড়ে দিয়ে, পিতার মান সম্মান বিসর্জন দিয়ে, ৬ দফা নিয়ে প্রতিদিন দফায় দফায় ভাষণ না দিয়ে, স্বাস্থ্য সচেতনতামূলক শরীর গঠন তথা ‘সিক্স প্যাক’ নিয়ে পড়ে আছে আর নিজের সিক্স প্যাকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশ নিয়ে চিন্তিত জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছেন তা নিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেছে দেশবাসী। নিজেরা দুই বেলা ঘুষ খেয়ে বা দুর্নীতি করার পর তাদের দেশটা উচ্ছন্নে চলে গেল এমন চিন্তা থেকে কেন জনাব তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ তাদের উদ্ধার না করে নিজের সিক্স প্যাক দেখিয়ে যাচ্ছে তা নিয়ে ভাবতে গিয়ে কপাল কুঁচকে যাচ্ছে জনগণের।

sohel taj six pack meme (1)

তবে সোহেল তাজও কম যান না। তিনিও মানুষের চিন্তা দেখে, তার প্রতি মানুষের হতাশা প্রকাশ করতে বলেছেন ‘মিমে মিমে’। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথমে ‘৬ দফা প্রসঙ্গে তাজউদ্দিন আহমেদ’ শিরোনামে প্রথম আলোর একটি কলাম শেয়ার করলে সেখানে কমেন্টে মহা চিন্তিত দেশবাসীরা বলতে লাগলেন, ‘আপনার পিতা জাতির জন্য ৬ দফা নিয়ে চিন্তায় ছিল আর তার পুত্র হয়ে আপনি আপনার সিক্স প্যাক নিয়ে চিন্তিত। পার্থক্যটা শুধু গৌরবের নাকি সময়ের’। মানুষের এমন কমেন্ট থেকে তার সিক্স প্যাক নিয়ে তিনি বেশি চিন্তিত না কমেন্টকারী তা না বোঝা গেলেও সোহেল তাজ ফেসবুকে আরেকটি পোস্ট দেন ‘বাপে দিলো ছয় দফা আর ছেলে দিল সিক্স প্যাক’ বিষয়ে সকলকে মিম তৈরির আহবান জানান।

sohel taj six pack meme (2)

sohel taj six pack meme (3)

অনেকেই সোহেল তাজের 'সারকাস্টিক' আহ্বানে সাড়া দিয়ে বানাচ্ছেন ছয় দফা সিক্স প্যাক মিম। আশা করা যাচ্ছে চিন্তিত জনগণ মিমে মিমে রসিকতা করে নিজেদের চিন্তা জানাবেন এবার। প্রতিযোগিতায় পুরস্কার নির্ধারিত হয়েছে ৫০০০ টাকা।

৩৪৩৩ পঠিত ... ১৯:৫২, জুন ০৭, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top