বাঙালির ঘরে ঘরে বেড়ে উঠা হয় নানা রকমের অদ্ভুত আর প্রচলিত কুসংস্কারের গপ্পো শুনে। ডান হাত চুলকালে টাকা আসে আর বাম হাত চুলকালে টাকা যায় কিংবা সন্ধ্যায় চুল খোলা রাখলে ভূতে ধরে এমন সব অদ্ভুত কুসংস্কার শুনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর।
ছোট থেকে শুনে শুনে বড় হওয়া এমনি কিছু কুসংস্কার বাঙালি ফেসবুকারদের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশি নির্মাতা নুহাশ হুমায়ুন। আর জিজ্ঞেস করতেই কমন সব কুসংস্কারের ঝাপি খুলে বসে গেছে সকলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুহাশ হুমায়ুনের কমন কুসংস্কার জানতে চাওয়ামূলক পোস্টের কমেন্ট বক্স ঘাটলেই মনে হবে যেন চলে এসেছেন বাঙালির ‘কুসংস্কার এনসাইক্লোপিডিয়ায়’। এক থাপ্পড় খেলে বিয়ে হয় না, চুল খোলা রেখে গাছের নিচে গেলে জ্বীন চুলের ভেতর এসে ঘর করবে কিংবা নাক ঘামলে বরের আদর পাওয়া যায়, জোড়া শালিক দেখলে দিন ভালো যায়- একের পর এক মজার মজার জানা-অজানা কুসংস্কারের যেন শেষ নেই সেখানে। eআরকির পাঠকদের জন্য নুহাশ হুমায়ুনের ফেসবুক পোস্টের কমেন্ট বক্স থেকে তুলে দেওয়া হল সেই ‘কুসংস্কার এনসাইক্লোপিডিয়া’র কিছু অংশ।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন