'পাওরি' গার্লের অদ্ভূত ঢঙের সুরে মাতছে দেশ-বিদেশ ও ইন্টারনেট

২৬১১ পঠিত ... ১৮:২০, মার্চ ০৪, ২০২১

‘ইয়ে হামারি কার হ্যাইন, ইয়ে হাম হ্যাইন, অর ইয়ে হামারে পাওরি হোরাই হ্যাইন’! অর্থ: ‘এই যে আমাদের গাড়ি, এই যে আমরা, আর এখানে চলছে আমাদের পাওরি (পার্টি)’!

পাকিস্তানের নাথাইগালি পাহাড়ে বন্ধুদের সাথে ঠাট্টা করে ১৯ বছর বয়সী দানানীর মোবিনের ৫ সেকেন্ডের ভিডিওর এক লাইনের এই কথাটি পাকিস্তানের পাহাড় থেকে ছড়িয়ে গেছে ভারতসহ আরো নানা দেশের নানা মানুষের মুখে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দানানীর মোবিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ৫ সেকেন্ডের এক স্টোরি দেন যেখানে পেছনে প্রথমে তার গাড়ি, এরপর তার বন্ধুদের এবং শেষে ‘এখানে চলছে আমাদের পাওরি’ কথাটি বলেন তিনি। 

কিন্তু ‘পাওরি’ টা কী? আর তাদের ‘পাওরি’র কথা দেশ-বিদেশেই বা কেন ছড়ালো? পাওরি অর্থ হল ‘পার্টি (Party)’। বন্ধুরা মিলে পার্টি করছে এমনটিই বলেছেন দানানীর। কিন্তু পার্টিকে পাওরি বলার উদ্দেশ্য হল দক্ষিণ এশীয় কিছু মানুষ যারা পশ্চিমাদের উচ্চারণভঙ্গীতে কথা বলার বৃথা চেষ্টা করেন, তাদের উপহাস করা। অন্যদিকে তাদের ভিডিওর শেষের লাইনকে- ‘অর ইয়ে হামারে পাওরি হো রাহি হ্যাইন’ ভারত ও বিভিন্ন দেশের মানুষ নিজেদের মতন করে বলে বিভিন্ন ধরণের ভিডিও বানাচ্ছে বা নানা মজার মিম বানাচ্ছে। #pawrihorihai এখন ভারত-পাকিস্তান দুই দেশেই অন্যতম ট্রেন্ডিং হ্যাশট্যাগ!

ভিডিওটি মূলত ভারতে জনপ্রিয়তা পায় যখন ভারতীয় বিখ্যাত সুরকার ইয়াশরাজ মুখাটে ভিডিওটির কথাগুলো নিয়ে রিমিক্স করে ৪১ সেকেন্ডের মজাদার একটি গান বানিয়ে ফেলেন (তিনি অনলাইনের নানান ভাইরাল কথাবার্তা নিয়েই গান বানিয়ে থাকেন)। পরবর্তীতে ‘পাওরি গার্ল’ নামে ভিডিওটি দিয়ে অভিনেতা-অভিনেত্রী থেকে রাজনীতিবিদ সকলে নিজেদের মতন করে নানা রকমের ভিডিও বানান। দিপিকা পাডুকোন ও রনবীর সিং এর আলাদা দু’টো ভিডিও রয়েছে যা ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পায়।

দানানিরকে ভিডিওটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে জানায়, ‘বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে হুট করে ভিডিওটি করি আমি। প্রথমে তো ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার কোনো উদ্দেশ্যই ছিল না আমার।’ এছাড়াও নিজ দেশ ছাড়িয়ে বর্ডারের বাহির থেকেও এতটা ভালোবাসা পেয়ে সে খুব আনন্দিত। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে যাওয়ার পর থেকে দানানিরকে নানা জায়গা হতে অভিনয় ও মডেলিং এর জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে। যদিও তার মনোযোগ পাকিস্তানের পররাষ্ট্র বিভাগে কাজ করার দিকেই নিযুক্ত। 

২৬১১ পঠিত ... ১৮:২০, মার্চ ০৪, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top