এরিয়া ৫১ মিমস: কী, কেন ও কীভাবে ভাইরাল হলো অনলাইনে!

১৯৬৫ পঠিত ... ১৮:৩৬, জুলাই ২৩, ২০১৯

ঠিকঠাক গবেষণা ও কেস স্টাডি করলে হয়তো নারী মনের রহস্যও বের করে ফেলা সম্ভব, কিন্তু ইন্টারনেটে কীভাবে কোন কিছু ভাইরাল হয় তা বের করা কোনভাবেই সম্ভব না। একটি মুরগির ডিমের ইনস্টাগ্রাম  প্রোফাইল, আমেরিকার হারামবে নামের এক মৃত গরিলা, কিংবা একটি ড্রেসের রঙ সোনালী না নীল- এগুলো ইন্টারনেটে সবচেয়ে বেশি ‘ট্রেন্ডিং’ জিনিসের তালিকায় ছিলো -অনলাইনে না থাকা কোন মানুষকে তা বিশ্বাস করানো কঠিন কাজই হবে।  

 

এরিয়া ৫১

কিন্তু হঠাৎ করে এরিয়া ৫১ আবার আলোচনায় আসে ২৭ জুনের পর থেকে। ‘Shitposting cause im in shambles’ নামের এক মিম পেজ আর ‘SmyleeKun’ নামের এক ভিডিও গেম স্ট্রিমার মিলে ফেসবুকে  এ বছরের ২০ সেপ্টেম্বরের জন্য একটি ইভেন্ট খুলেন, যার নাম ‘Storm Area 51, They Can’t Stop All of Us’. যাকে বাংলা করলে ‘চলো চলো এরিয়া ৫১ চলো, মোদের সবাইকে রুখতে পারবে নাকো’ বললেও খুব বেশি ভুল হবে না।

 

কৃতজ্ঞতা: rantages goatposting

 

৮#

 

 

৯#

 

 

১০#

 

 

১১#

 

 

১২#

 

 

শুধুমাত্র ইন্টারনেটেই ভাইরাল এই ট্রেন্ডটি কিন্তু মার্কিন বিমানবাহিনী অতোটাও হালকাভাবে নিচ্ছে না। এয়ারফোর্সের একজন মুখপাত্র ১৬ জুলাই বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, এরিয়া ৫১ শুধুই মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান টেস্টিং এবং ট্রেনিংয়ের একটি স্থান। কিন্তু কোন অনুপ্রবেশকারী এর ভেতরে আসার চেষ্টা করলে তা বিপদজনক হতে পারে। 

এই ট্রেন্ডে ইতিমধ্যে ‘মাশাটে’ সিনেমার অভিনেতা ড্যানি ট্রেহো, গেম অফ থ্রোনসের অভিনেতা লিয়াম কানিংহ্যামসহ অনেক তারকাও টুইটারে এরিয়া ৫১ মিশনের সাথে সংহতি প্রকাশ করেছেন। সংগীতশিল্পী লিল ন্যাস ইতিমধ্যে এই ট্রেন্ড নিয়ে ৪টি গানও রিলিজ দিয়েছেন। আরো তারকাও সামনে এ ব্যপারে মুখ খুলবেন, তা আশা করাই যেতে পারে।

 

তবে সে আশায় অপেক্ষা না করে অনলাইনের মিমাররা চাক নরিস, ইলন মাস্ক, কিয়ানু রিভস প্রমুখ সেলিব্রিটিদের এরিয়া ৫১ মিশনে যাওয়ার ফেইক স্ন্যাপচ্যাটের মজার সব ছবি পোস্ট করেই যাচ্ছেন। 

 

 

আর দশটি ভাইরাল জিনিসের মতো এটিও ইন্টারনেটে শুরু হয়ে ইন্টারনেটেই শেষ হয়ে যাবে, নাকি আসলেই কেউ এরিয়া ৫১-এর উদ্দেশ্যে লংমার্চে বের হবেন, তা নিয়ে সন্দেহ ছিল যথেষ্ট।অবশেষে ২০ সেপ্টেম্বর এলে মিলিয়ন মিলিয়ন এলিয়েনপ্রেমীদের অনেকেরই এরিয়া ৫১ রেইড করার আগ্রহ মিলিয়ে যায়। নেভাদার মরুভূমিতে ২ হাজার মানুষ এই সামরিক ঘাঁটিতে প্রবেশের জন্য রওনা দিলেও শেষ পর্যন্ত প্রধান ফটকে পৌঁছায় মাত্র শ’খানেক হার্ডকোর এলিয়েন ফ্যান। স্বাভাবিকভাবেই মার্কিন সেনাদের কড়া নিরাপত্তা (এই ইভেন্টের জন্য আরো কড়াকড়ি) ভেদ করে কেউ প্রবেশ করতে পারে নি তথাকথিত ‘এলিয়েনের আস্তানা’ এরিয়া ৫১-এ। ফটকের সামনে ছবি তোলা ছাড়া তারা ভেতরে ঢোকার তেমন কোন চেষ্টা করে নি বলে জানা যায়। এ ঘটনা চলাকালে একজন গ্রেফতার হয়েছে, তাও পাবলিক ইউরিনেশনের জন্য। Storm Area 51, They Can’t Stop All of Us ইভেন্টটি আসলে একটি বড়সড় eআরকি ছাড়া আর কিছু ছিলো না বলা নিতান্ত ভুল হবে না।

এরিয়া ৫১ যাত্রার পরিকল্পনাটি সফল না হলেও, এর মিম আর মজার টুইটের জন্য ইন্টারনেটের অন্যতম ভাইরাল ট্রেন্ড হিসেবে মনে থাকবে নেটিজেনদের।

 

১৯৬৫ পঠিত ... ১৮:৩৬, জুলাই ২৩, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top