তীরে এসে তরী ডোবে জানা থাকলেও সুয়েজ খালের এক তীরে এসে না ডুবলেও আটকে যায় ‘এভার গিভেন’ নামক প্রকাণ্ড এক কনটেইনার জাহাজ। জাহাজটি নিজে আটকেছে ভালো কথা, কিন্তু সুয়েজ খালের এপার-ওপাড় জুড়ে খাম্বার মত দাঁড়িয়ে থেকে জাহাজটি আটকে দেয় পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থা! অর্থাৎ জাহাজটি এতই বড় যে সুয়েজ খালের মাঝ বরাবর এমনভাবে আটকেছে যাতে আর কোনো বাণিজ্যিক জাহাজই চলাচলের সুযোগ পাচ্ছে না। ফলে নদীতে এখন জাহাজের জ্যামের হাল ঢাকার রাস্তার চাইতেও খারাপ।
বৈশ্বিক বাণিজ্যকে আবারো সচল করতে কয়েকদিন ধরে জাহাজটিকে নদীর তীর থেকে সরানোর নানা ব্যবস্থা করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে আনা হয়েছে একটি খননকারী যন্ত্র বা Excavator। মজার ব্যাপার হল, যে যন্ত্র দিয়ে সুয়েজ খালের এপার-ওপার জুড়ে দাড়িয়ে থাকা জাহাজের নিচের মাটি সরিয়ে তাকে মুক্ত করা হবে, সে যন্ত্রটিকে জাহাজের পাশে লাগছে গ্যালিভারের পাশে লিলিপুটদের মতো। হাতি গর্ত পড়লে চামচিকেও লাথি মারে ঠিক, কিন্তু এক্ষেত্রে চামচিকের সমান এক্সক্যাভেটার হাতির সমান জাহাজকে উদ্ধার করতে মাঠে নেমেছে। আর ছোট্ট যন্ত্রের অত বড় জাহাজকে মুক্ত করার সেই চেষ্টার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ইন্টারনেটবাসীরা তৈরি করে ফেলে নানান মজার সব মিম। ইন্টারনেট ঘুরে কয়েকটি সেরা ‘সুয়েজ ক্যানাল মিম’ দেয়া হলো eআরকির পাঠকদের জন্য।
১#
২#
৩#
৪#
৫#
৬#
৭#
৮#
৯#
১০#
১১#
১২#
১৩#
১৪#
১৫#
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন