অনেক রকম ‘রিলেশনশিপ গোলস’ তো অনলাইনে হরহামেশাই দেখে থাকেন। তবে মা মেয়ে একসাথে বিমান চালাচ্ছে, এমন ‘ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস’ দেখেছেন কি?
সম্প্রতি টুইটারে এম্ব্রি-রিডোল এরোনটিক্যাল ইউনিভার্সিটির জন আর. ওয়াট্রেটের এক টুইটের পর ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে বৈমানিক মা-মেয়ের এক অনবদ্য জুটির গল্প। বৈমানিক ওয়েন্ডি ও কেলি রেক্সন সম্পর্কে ওয়াট্রেট লেখেন, ‘লস এঞ্জেলস থেকে আটলান্টা উড়ে এলাম মা মেয়ের চালানো ‘ডেল্টা’ বিমানে। চমৎকার একটা যাত্রা।’
৭২ ঘন্টারও কম সময়ের ভেতর এই টুইটটিতে লাইক পড়ে ৪১ হাজারের বেশি, এবং রিটুইট করা হয় প্রায় ১৬ হাজার বার। ‘ডেল্টা’ বিমানটির পক্ষ থেকেও এটি শেয়ার করা হয় ‘ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস’ শিরোনামে। টুইটারের গন্ডি পেরিয়ে একে একে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বৈমানিক বা বৈমানিক হতে ইচ্ছুক নারীরা একে ভীষণ অনুপ্রেরণাদায়ক বলে আখ্যায়িত করেছেন।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘দুই প্রজন্মের দুজন নারী বৈমানিককে নিয়ে যাত্রার খবর শুনে আমি খুব আনন্দিত।’
আরেক টুইটার ব্যবহারকারী শ্যারন ডান লিখেছেন, ‘আমি আর আমার মা কখনোই একসাথে বিমান ওড়াতে পারতাম না। গাড়িতে রেডিও চালু থাকবে নাকি বন্ধ, সে ব্যাপারেই তো আমরা একমত হতে পারি না!’
আকাশে ডানা মেলার আকাঙ্ক্ষা রেক্সন পরিবারে বংশগত ব্যাপারই বটে। ওয়েন্ডি রেক্সনের বাবা বিল ব্রাউন নর্থওয়েস্ট এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত বৈমানিক। তার স্বামী মাইকেল রেক্সন আমেরিকান এয়ারলাইন্সের বৈমানিক। কেলি ছাড়াও ওয়েন্ডি-মাইকেল দম্পতির আরেক কন্যা রয়েছে, কেট। সেও যে পেশায় একজন বৈমানিক, সে কথা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন