ডার্ক দেখে মাথার তার ছিড়ে গেলে মানুষ যা করে

১১৮৫ পঠিত ... ২০:০৪, জুন ২৮, ২০২০

এসে গেছে নেটফ্লিক্সের জার্মান সিরিজ 'ডার্ক' এর সিজন থ্রি। ডার্ক যারা দেখছেন, যারা দেখছেন না, যারা বুঝছেন যারা বুঝছেন না, সসবাই কমবেশি ডার্ক নিয়ে মেতে আছেন (এমনকি আকাশও হালকা ডার্ক)। তবে জটিল সাইন্স ফিকশন গল্পের এই সিরিজটি দেখে অনেকেই টাইমজোন, কার লগে কার কোন টাইমে কী সম্পর্ক, ফ্যামিলি চেইন এইসব মনে রাখতে পারে না। ডার্ক দেখে মাথা আউলে যাওয়ার পর সেই সমস্যার সমাধানে জনাব সপ্তর্ষী মণ্ডল দিয়েছেন একটা মেড-ইজি ডার্ক গাইডলাইন। সপ্তর্ষীর ফেসবুক পোস্ট থেকে এই ডার্ক লেভেলের গবেষণা eআরকির পাঠকদের জন্য দেয়া হলো। ডার্কের সিজন থ্রি দেখার আগে সিজন ওয়ান টু এর একেবারে প্রথম থেকে হিসাবপাতি বুঝে আসার জন্য এই ম্যানুয়ালের সহযোগিতা নিতে পারেন।

জরুরি নির্দেশনা-
1. BLACK is for 2019
2. BLUE is for 1986
3. RED is for 1953
4. GREEN for important stuffs

 

১#

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

১১৮৫ পঠিত ... ২০:০৪, জুন ২৮, ২০২০

Top