ডার্ক সিরিজ নিয়ে যে ১০ ধরনের স্ট্যাটাস দেখলেই বুঝবেন, সে আসলে ডার্ক দেখে নাই

২৭৫৮ পঠিত ... ১৫:২৩, জুন ২৮, ২০২০

নেটফ্লিক্সের জার্মান ওয়েব সিরিজ ডার্ক এর সিজন থ্রি চলছে মহাসমারোহে। 'একটু বুঝা কঠিন' এই সিরিজটির ভক্তরা ফেসবুকে দিচ্ছেন নানান স্ট্যাটাস, ডার্ক চলে এসেছে ট্রেন্ডে। আর যাহাই ট্রেন্ডিং, তাহা নিয়া স্ট্যাটাস না দিলে কী করিয়া চলিবে? ডার্ক যারা দেখে নাই, তারাও তাই ডার্ক বিষয়ক স্ট্যাটাস দিয়ে চলেছেন। কিন্তু যদি আপনিও ডার্ক না দেখে থাকেন, তাহলে শুধু স্ট্যাটাস দেখেই কীভাবে বুঝবেন সে ডার্ক দেখছে নাকি দেখে নাই? সিস্টেম আমরা বাতলে দিচ্ছি! নিচের এই দশ রকমের স্যাম্পল স্ট্যাটাস দেখুন। এর কোনো এক ক্যাটাগরির স্ট্যাটাস দেখলেই বুঝবেন, সে ডার্ক এখনও দেখে নাই (সামনে যে দেখবে সেই সম্ভাবনাও ক্ষীণ)!

১#
-ছেলে কী করে?
-ডার্ক টিভি সিরিজ বুঝে দেখে।
-আলহামদুলিল্লাহ, আমরা বিয়েতে রাজি।

২#
রিভিউ: ডার্ক থার্ড সিজন (স্পয়লার এলার্ট)

৩#
অবশেষে ডার্ক সিরিজ দেখে জাতে উঠলাম।

৪#
ওয়াচিং ডার্ক থার্ড সিজন এট স্টার সিনেপ্লেক্স/যমুনা ব্লকবাস্টার উইথ ফাইভ আদার্স।

৫#
দুই লাইনে ডার্ক সিরিজ-
দুইটি ছেলেমেয়ে হারিয়ে অন্য এক সময়ে চলে যায়
তাদের পরিবারের মাঝে এই নিয়ে নানাবিধ ঝামেলা হয়।

৬#
ডার্ক টিভি সিরিজের মাধ্যমে অন্য এক জগতের/পৃথিবীর কথা মানুষের ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণে যা মুনাফিকির শামিল। এই ধরনের টিভি সিরিজ দেখলে ঈমান থাকবে না। ইলুমিনাতি! ইলুমিনাতি! কনফার্ম ইলুমিনাতি।

৭#
সামনের বইমেলায় ডার্ক টিভি সিরিজ সমিপে নামে প্যারাডক্সিক্যাল সাজ্জাদ সিরিজের একটি বই চাই আরিফুল ভাইয়ের কাছ থেকে।

৮#
একজন সালমান শাহ বেঁচে থাকলে আমাদের দেশেও ডার্কের মতো দারুণ সিনেমা হতো।

৯#
ভিনদেশি একটি টিভি সিরিজ। নাম নাকি ডার্ক। এইসব ভিনদেশি সিরিজের প্রতি যুবসমাজের আকর্ষণ আমাকে ভীত করে তোলে। কোথায় যাচ্ছে আমাদের সংস্কৃতি, মূল্যবোধ, ঐতিহ্য! যখন ব্রাইট জিনিসপত্র দেখা উচিত, তখন এরা দেখছে ডার্ক! আশ্চর্য!

১০#
ডার্ক সিরিজ দেখলাম। বাট আমার কাছে টাইম মেশিন নিয়ে তামিল মুভি 24 বেশি ভালো লেগেছে। তবে ডার্কও ভালো। হ্যাপি ওয়াচিং।

২৭৫৮ পঠিত ... ১৫:২৩, জুন ২৮, ২০২০

Top