করোনাকালে নিজেকে জ্ঞানী প্রমাণ করতে ফেসবুকে যে ১০ রকম স্ট্যাটাস দেবেন

৩১৬৫ পঠিত ... ২২:৫৮, এপ্রিল ০৯, ২০২০

করোনার সময়ে সব মানুষ এখন চোখ রেখেছে ইন্টারনেটে। যেহেতু কারো কোনো বাইরে যাওয়া নেই, বাইরের পৃথিবীও নেই, ইন্টারনেটই যেন এখন সবার গোটা জগত। তাই ফেসবুকে হিট খাওয়ার জন্যও এখন বড্ড সুসময়। আর সবার মনে-ভাবনায় যেহেতু এখন করোনাই, করোনা নিয়ে পোস্ট দিলেই হিট খাওয়ার সম্ভাবনা বেশি। যদি হিট নাও খেতে চান, অন্তত একটু জ্ঞানী জ্ঞানী ভাব তো নেয়াই যায়। এই করোনার সময়ে তাই কীভাবে ফেসবুকে নিজেকে জ্ঞানী প্রমাণ করবেন, তা আপনাকে জানাচ্ছে ফেসবুকে এইসব টেকনিক প্রয়োগ করে অলরেডি জ্ঞানী জ্ঞানী ইমেজ স্ট্যাবলিশ করে ফেলা eআরকির করোনা-জ্ঞানী আইডিয়াবাজেরা।

১. প্রতিদিন একবার জনগণ কত অসচেতন এটা নিয়ে আফসোস করুন। এই যে মানুষজন রাস্তায় বের হচ্ছে, ঢাকার বাইরে যাচ্ছে, বাইরে থেকে ঢাকায় আসছে, এসব নিয়েও নিয়মিত উদ্বেগ প্রকাশ করুন। অন্য বিভিন্ন উন্নত দেশের জনগণের সঙ্গে তুলনামূলক কথাবার্তা লিখলে সবচেয়ে ভালো।

২. একদিন অন্তর অন্তর বিদেশি কোনো পত্রিকার লিংক শেয়ার দিন। যত জটিল দুর্বোধ্য লেখা হবে, তত ভালো। বিশেষজ্ঞ বা বিজ্ঞানীদের লেখাও ভালো আইটেম। তবে বিদেশি রিসেন্ট ঘটনার লিংকও কার্যকর। এতে বোঝা যায়, আপনি সবসময় আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে আপডেটেড থাকেন।

৩. করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে সে বিষয়ে জ্ঞানগর্ভ কিছু লিখে ফেলুন। কী থাকবে, কী থাকবে না। কেমন হবে সমাজ, রাষ্ট্র, জগত। আপনার ভেতরের ডিস্টোপিয়ার পুরোটুকু স্ট্যাটাসে নিংড়ে দেয়ার চেষ্টা করুন, জল্পনার রাজ্যে একেবারে পাখা মেলে দিন...

৪. আপনার ওয়ার্ক ফ্রম হোম কেমন হচ্ছে সেবিষয়ে ছবি সহ পাবলিককে জানাতে ভুলবেন না। মাঝেমধ্যে ল্যাপটপ বা ডেস্কের ছবি তুলে দিতে পারেন, একটু নন-অফিস টাইমে দিলে ভালো। আরও ভালো চা-কফির কাপ থাকলে। ঘুম আসলে বা ক্লান্ত লাগলেও যে আপনি আবারও নিজেকে রিচার্জ করে কাজে ঝাঁপিয়ে পড়ছেন, তাতে ব্যাপারটা স্পষ্ট হয়।

৫. গুগল থেকে কপি করে বিশাল ইংরেজিতে করোনা সম্বন্ধে এমন কিছু লিখুন যার সহজ বাংলা দাড়ায়, 'হাত ধুয়ে ঘরে থাকুন।' ইংরেজি যেন এত জটিল হয় যে corona ছাড়া আর কোনো শব্দের মানেই বোঝা যাবে না।

৬. করোনার মেডিসিন আবিষ্কার আর কত দূরে, সে বিষয়ে নিয়মিত আপডেট দিন। কারা কারা কী গবেষণা করছে, চীন আগালো নাকি রাশিয়া পেছালো, সেসবও। কিছু খুঁজে না পেলে নিজের মন্তব্যই লিখুন, যেমন- 'আমার মনে হয় করোনার ওষুধ সবার আগে বানাবে আমেরিকা...'

৭. দেশটা যে রসাতলে যাচ্ছে সেরকম কিছু নিউজ শেয়ার দিয়ে হা হুতাশ করুন গভীর রাতে। এ সময় মানুষ খুব আবেগে থাকে, লাইক কমেন্ট বেশি দেয়।

৮. বিশ্ব অর্থনীতি ও স্টক মার্কেটের বর্তমান খবরাখবর কোথাও পেলে সাথে সাথে শেয়ার করুন। এটা ক্লাসি লোকদের কাজ। করোনার কারণে বিশ্ব অর্থনীতির পরিবর্তন, কিসের দাম বাড়লো, কিসের কমলো, কোন দেশ কার কাছে কী বেচতেছে, অনাগত অর্থনৈতিক মন্দা, কত ক্লাসি সব জিনিস!

৯. আজ নেটফ্লিক্সে কী দেখলেন বা দেখবেন এটা জানানো সবচাইতে গুরুত্বপূর্ণ। পাবলিক যখন জানবে আপনার নেটফ্লিক্স আছে, তখনই না আপনার দাম হুট করে বেড়ে যাবে।

১০. ইনবক্সে ফেক আইডি থেকে আসা করোনার বিভিন্ন চিকিৎসার স্ক্রিনশট শেয়ার দিয়ে হাসাহাসি করতে ভুলবেন না যেন।

৩১৬৫ পঠিত ... ২২:৫৮, এপ্রিল ০৯, ২০২০

Top