পুলিশ ও ডাক্তারের জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম থাকলে তর্ক যেমন হতো

৩১৭৩ পঠিত ... ১৪:২৬, এপ্রিল ২০, ২০২১

কিছুদিন আগে রাজধানীর এলিফেন্ট রোডে এক ডাক্তার, মেজিস্ট্রেট ও পুলিশের ত্রিমুখী একটি তর্কযুদ্ধ ভাইরাল হয়। সেই তর্কযুদ্ধ নিয়ে অনেকে অনেক মতামত দিলেও আমরা ভাবার চেষ্টা করেছিলাম একটু ভিন্নভাবে। দেখার চেষ্টা করেছিলাম বাংলার সর্বকালের সেরা দুই সাহিত্যিক নজরুল ও রবীন্দ্রনাথ যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেজাজ খারাপের চোটে কাঁচা ছন্দে এমন তর্ক করতেন তবে সেটা কেমন হতো।

 
Rabi-Nazrul

 

১#

রবিদা:
ওরে দিন ভালো নারে
করোনা গগণে
লকডাউন আজ তাইরে
তুই আসলি কেন বাইরে?

নজরুল:
ওরে নরাধম, খোদার কসম
পাস আছে মোর কাছে
খোঁজ নিয়ে দেখ
আজ বিকেলে
ঘেটুদলে গান আছে।

(মেহেদি হাসান)


২#

নজরুল (পুলিশ):
আইডি আছে, নাকি নেই, পারিবেন কি দেখাইতে?
নইলে চাক্কা খুলিয়া রাখিয়া দিবো, পারিবেন না কিন্তু যাইতে।

রবীন্দ্রনাথ (ডাক্তার):
আইডি আনিতে ভুলিয়া গেছি, কিন্তু জ্ঞান দেবার তুই কে?
যেতে যদি মোরে না দিস তবে ফোন করিব তোর বসকে।

নজরুল:
এত বড় সাহস আপনার, আমাকে দিচ্ছেন থ্রেট
কেবল মুখেই বড় কথা কিন্তু দেখিতে কুষ্টিয়া গ্রেড
দিলে দিন ফোন বসকে, হোক আজ হুলিয়া
কে কোথায় আছিস রেঞ্জ আন, রাখিব চাক্কা খুলিয়া।

রবীন্দ্রনাথ:
এই তুই কী বললি! এতক্ষণ হইয়াছে ঢের
দিব বদলি করাইয়া বান্দরবন, পাবি ঠিকই তখন টের।

(আবদুল্লাহ ওমর নাসিফ)
 

৩#

নজরুল (পুলিশ):
কারের ওই লৌহ কপাট, খুলে ফেল, নাইরে আইডি কার্ড
হাহা পায়রে হাসি, দেখিয়া তাহার আজাইরা পার্ট।

রবীন্দ্রনাথ (ডাক্তার):
জানিস আমি কে? না কি করিস ভান?
জোড়াসাঁকোর কুমার আমি, হারামজাদা টানিয়া ধরিব কান!
 

৪#

রবীন্দ্রনাথ (পুলিশ):
ওহে নজরুল, করিয়াছো ভুল আইডি কার্ড না আনিয়া ভাঙ্গিয়াছো রুল।

নজরুল (ডাক্তার):
গাহি সাম্যের গান
তুমি-আমি আমরা সবাই মুক্তিযোদ্ধার সন্তান।
চিটার নই আমি বাটপার নই ভাই, জানি ভাঙ্গিয়াছি রুল
আছে নথি অনেক, বিচক্ষণ তুই, আমি আসলেই নজরুল।
 

৫#

রবীন্দ্রনাথ (ডাক্তার):
নোবেল না পাইয়া হইয়াছিস বিদ্রোহী
রাস্তাঘাটে হয়রান করিস দেখ কাকে ফোন করি।

নজরুল (পুলিশ):
ও ভাই, ব্রিটিশরে ফোন দিলে পুরিয়া দিবে জেলে,
এমন করবেন না আপনার হাতে পায়ে ধরি।
৩১৭৩ পঠিত ... ১৪:২৬, এপ্রিল ২০, ২০২১

Top