যে ১০টি লক্ষণ থাকলে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়

১২২৭ পঠিত ... ২৩:৪৭, মে ২৩, ২০২১

lokkhon-shastho-montronaloy

১# জাগতিক বিষয় আশয় জানতে আপনি খুব একটা আগ্রহী না, সন্ন্যাসী টাইপ মানুষ।
২# অনলাইন মিটিং কিংবা ক্লাস থেকে আপনি যখন তখন বের হয়ে যান।
৩# কমদামি জিনিস আপনার একদম পছন্দ না। যেকোন কিছু স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি দিয়ে কিনেন।
৪# কোন কিছুর টার্মস এন্ড কন্ডিশন না পড়েই আপনি সাইন করে ফেলেন।
৫# আপনি খুবই উদার, বাসার ড্রাইভারকেও কোটিপতি বানিয়ে দেন।
৬# আপনি সাধারণত আপনার নিজের কথায় নিজেও চলেন না।
৭# কেউ কেউ আপনাকে আদর করে আপনাকে কলা গাছ বলে।
৮# আপনার মধ্যে কিছু বাদশাহী স্বভাব আছে। জিনিসপত্র কিনে এখানে সেখানে ফেলে রাখতে পছন্দ করেন।
৯# আপনি অতিরিক্ত চাপ নিতে পারেন না, হুড়মুড় করে ভেঙ্গে পড়েন।
১০# আপনাকে অনেকেই কথা দেয় কিন্তু কেউই কথা রাখে না।

১২২৭ পঠিত ... ২৩:৪৭, মে ২৩, ২০২১

Top