অস্কারের মৌসুমে হুট করে খেয়াল করবেন, আপনার একেবারে কাছের বন্ধুটিও (যার দেখা সবচেয়ে প্রিয় সিনেমা দাবাং) চরম চলচ্চিত্রবোদ্ধা হয়ে গেছে। ফেসবুক জুড়ে চলছে দুর্দান্ত আলোচনা। এমন অবস্থায় অস্কারে নমিনেশন পাওয়া মুভিগুলো না দেখলে কী চলে? কিন্তু অস্কার কাঁপানো এরকম ১০-১২টা মুভি দেখতে আপনার সময় লাগবে অন্তত ২৪ ঘন্টা। ফেসবুকে অস্কারের মুভি নিয়ে ভাব দেখাতে এত সময় খরচ করা কি ঠিক হবে? একেবারেই না। সত্যিই যদি মুভিখোর হন, দ্রুত মুভিগুলো দেখুন। আর ফেসবুকে ভাব নিতে চাইলে জাস্ট তিন লাইন পড়েই জেনে নিন মুভির সারসংক্ষেপ... ও হ্যাঁ, *spoiler alert*
১# Joker
নায়ক একটা সাইকো। সে হুদাই হাসে, হাসলে হাসতেই থাকে। তারে কেউ পছন্দ করে না, সেও কাউরে পছন্দ করে না। হাসতে হাসতে সে উন্মাদ হয়ে যারে তারে খুন করা শুরু করে।
২# Jojo Rabbit
পিচ্চি এক পাকনা পোলা হিটলাররে সাপোর্ট করে। তার মা বাসায় এক ইহুদী মেয়েরে লুকায় রাখছে। পাকনা পোলায় আবার সেই মেয়ের প্রেমে পড়ে। শেষে যুদ্ধ শেষ হয়ে যায়, ছেলেটা-মেয়েটা দুইজন মিলে নাচ শুরু করে।
৩# Marriage Story
স্বামী-স্ত্রী পরস্পরকে ভালোবাসে। শ্রদ্ধা করে। দুজনই সব বোঝে। কিন্তু তাদের ডিভোর্স হয়। সেই ডিভোর্স নিয়া নানান রকম কাইজ্যা আর কাহিনী।
৪# Once Upon A Time in Hollywood
হলিউডের পুরান আমলের কাহিনী। টিভি সিরিয়ালের এক নায়ক সিনেমা করতে আইসা বেল পায় না। সেই নায়কের এক হাট্টাগোট্টা বডিওয়ালা স্টান্টম্যান আছে, সেও বেল পায় না। এক নায়িকা আছে বিখ্যাত, সে আবার তাদের প্রতিবেশি। এরপর কই থেকে কী হইলো, কয়েকটা উন্মাদ নেশাখোর পোলাপানের সাথে মারামারি করলো, সিনেমা শেষ।
৫# 1917
প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী। জার্মান বাহিনী একটা ট্র্যাপ বিছাইছে, অ্যাটাক করলেই প্রচুর ব্রিটিশ সৈন্য মইরা যাবে। তাই আক্রমণ না করার বার্তা সেই সৈন্যদলে পৌছাইতে দুই সৈন্য অভিযানে বের হইলো। এদিকে যুদ্ধ চলতেছে। পথে একজন মারা যায়। অন্যজন শেষ পর্যায়ে ক্যাপ্টেনের কাছে বার্তা দিয়ে আক্রমণ বন্ধ করে।
৬# Little Women
এক ফ্যামিলিতে চার মেয়ে। দুই বোনরে ভালোবাসে একটা ছেলে। বড় বোন পাত্তা না দিলে ছেলেটা ছোট বোনের কাছে যায়। ছোট বোনের সাথে ছেলের প্রেম দেখে বড় বোনের মাথা নষ্ট, কান্নাকাটি। কান্নাকাটির চোটে লিখে ফেলে একটা উপন্যাস। নাম তার 'Little Women'।
৭# Parasite
গরিব ফ্যামিলির সবাই মিলে এক বড়লোক ফ্যামিলিরে উরাধুরা বুঝায়ে তাদের বাসায় কাজ নেয়। বাসায় কাজ নিয়া দেখে সেইখানে এক চিপায় আবার আরেক লোক থাকে। এরপর কয়েকটা টুইস্ট, এরপর আরও কয়েকটা টুইস্ট, এরপর আরেকটা টুইস্ট।
৮# Ford V Ferrari
ফোর্ড এবং ফেরারি। দুই অটোমোবাইল কোম্পানি। ফেরারি রেসিং কারে সেরা। ফোর্ডের রেসিং কার নাই। ফেরারিরে টেক্কা দেওয়ার জন্য রেসিং কার বানাইলো। তারপর একের পর এক জিততেই থাকলো। ফেরারির খেল খতম!
৯# The Irishman
এক বুড়া ব্যাটার এক সন্ত্রাসী পরিবারের সাথে মিলন ঘটার ঘটনা নিয়ে প্রায় ৪ ঘন্টার একটা সিনেমা!
১০# The Two Popes
দুই পোপ একসাথে বইসা অনেক জ্ঞানের কথাবার্তা বলতেছে। তারা জ্ঞানের কথা বলতেই আছে, বলতেই আছে। অনেক জ্ঞানের কথাবার্তা হইলো, এরপর সিনেমা শেষ।
অস্কার নিয়ে আরও-
অস্কারে নমিনেশন পাওয়া এই ১২টি সিনেমার নাম বাংলায় যেমন হতো
অস্কার নমিনেটেড ১০টি সিনেমার পোস্টার একটু অন্যরকম হলে যেমন হতো