গত ৯ ডিসেম্বর হয়ে গেলো ঢাবির ৫২তম সমাবর্তন। হয়ে গেল মানে, সেই সঙ্গে শেষ হয়ে গেলো গ্র্যাজুয়েটদের 'সমাবর্তন উৎসব'! ছবি তোলা, পোস্ট করা, হ্যাশট্যাগ দেয়া, সবই শেষ। সমাবর্তন এখন ঘুরবে ফিরবে শিক্ষার্থীদের আড্ডা-আলোচনায় আর স্মৃতিচারণায়। শিক্ষার্থীদের এসব সমাবর্তন-পরবর্তী আড্ডায় যদি আপনি কিছুক্ষণের জন্য বসেন, এমন কিছু কথা আছে যেগুলা অবশ্যই শুনবেন। সেইসব আড্ডা থেকে 'অবশ্যই উচ্চারিত হইবে' টাইপ কথাসমূহ খুঁজে বের করে এনেছেন eআরকির সমাবর্তন বিষয়ক গবেষক দল।
১# চিহ্নিত বেকার হয়ে গেলাম রে!
২# সমাবর্তনে এতগুলা ছবি তুললাম
৩# এই তিনদিন ছবি তুলতে তুলতে আমার ওজন ৩ কেজি কমে গেছে...
৪# বুড়া হয়ে গেলাম দোস্ত!
৫# অনেক হইছে, এবার mp3 পড়া শুরু করো!
৬# সমাবর্তন তো নিলি। এবার ট্রিট দে!
৭# এইতো সেদিন ক্যাম্পাসে আসলাম। আজকে সমাবর্তন নিয়ে ফেললাম। সময় কত দ্রুত চলে যায়!
৮# হালার সমাবর্তন নিয়ে ফেললাম। একটা প্রেম করতে পারলাম না!
৯# অনেকদিন সিজিপিএ লুকায়ে রাখছিলাম রে, এবার তো বলতেই হবে...
১০# ছবি তোলার নেশায় পাইছে। কেউ একজন বিয়ে কর দোস্ত!
বোনাস: মাস্টার্স শেষে আবার কনভোকেশন নেবো!