বিশ্ববিদ্যালয় জীবনে যারা ভার্সিটির হলে থাকেন, নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের চেয়ে তাদের অভিজ্ঞতার ঝোলা নিশ্চয়ই হয় একটু হলেও ভারি। কারণ হলে থাকলে এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, যা হলে না থাকা শিক্ষার্থীরা কখনোই বুঝতে পারবে না! নিচে দেখুন, এমনই এক হলে থাকা শিক্ষার্থীর বিরল কিছু অভিজ্ঞতার কথা। আপনি যদি হলে থাকেন, নিশ্চয়ই রিলেট করতে পারবেন!
১# হল লাইফে যতো আলু খেয়েছি, মুন্সীগঞ্জে তত আলু চাষও হয় নাই!
২# হল লাইফে এতজনের সাথে বিছানা শেয়ার করেছি, বিয়ের পরে পুরা শ্বশুরবাড়ি এক বিছানায় ঘুমাইলেও অসুবিধা হবে না!
৩# হল লাইফে যে পরিমাণ ডালরূপী পানি খেয়েছি, আটলান্টিক মহাসাগরেও এত পানি নাই!
৪# হল লাইফে যতবার হলের দাদুদের দাদু ডেকেছি, নিজের দাদুকেও এতবার দাদু ডাকি নাই!
৫# হল লাইফে যত ধরনের যতো বিস্কিট খেয়েছি, নাবিস্কো কোম্পানিও এত বিস্কিট বানায় নাই!
৬# হল লাইফে যত মুরগি খেয়েছি, শিয়ালেও তত মুরগি খায় নাই!
৭# হল লাইফে যত ডিম খেয়েছি, একজন মীমও এক জীবনে ততবার ডিম ডাক শুনে নাই!
৮# হল লাইফে যত পরিষ্কার ডাল খেয়েছি, ওয়াসাও ঢাকা শহরে তত পরিষ্কার পানি দেয় নাই!
৯# হল লাইফে এত দ্রুত মানুষকে নিজের রঙ পাল্টাইতে দেখেছি যে গিরগিটিও সারাজীবনে এত দ্রুত রঙ পাল্টায় নাই!
১০# হললাইফে এসে আলগা পিরিত করতে ও নিতে শিখেছি!
১১# হল লাইফে যতবার বেয়াদব শুনেছি, আসলে আমি তত বেয়াদব না!
১২# হল লাইফে যখনই আইডি কার্ড রুমে রেখে বেরিয়েছি, সেদিনই গেটে 'এই যে আপা কোথায় যাবেন, আপনি কি হলের? এদিকে আসেন' বলতে শুনেছি!
১৩# হল লাইফে যতবার বাথরুম-রান্নাঘরের সিরিয়াল নিয়ে ঝগড়া করেছি, বাংলা সিনেমার শাশুড়িরূপী রিনা খানও বউয়ের সাথে এতবার ঝগড়া করে নাই!
১৪# হল লাইফে যতগুলা জেলার ইফতার পার্টিতে গিয়েছি বাংলাদেশে ততগুলা জেলাও নাই!
১৫# হল লাইফে এক রুমে যতজন থাকছি, বরিশালের লঞ্চেও এত মানুষ ওঠে না!