যারা বিসিএস দিচ্ছেন না, তাদের জন্য শতভাগ আনকমনের নিশ্চয়তাসহ সুপার সাজেশন

১৬৭৬ পঠিত ... ১৯:৫৪, মে ০২, ২০১৯

সামনেই বিসিএস পরীক্ষা (এই পরীক্ষার সুবিধা/অসুবিধা হলো তা সবসময়ই সামনে থাকে!) যারা বিসিএস দিচ্ছেন, তারা নিশ্চয়ই প্রস্তুতির জন্য পড়ছেন এমপিথ্রি, এমপিফোর, ব্লুরে এমন নানান সাজেশন! আপনি যদি বিসিএস পরীক্ষার্থী না হয়ে থাকেন, তবে কি আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? আপনারও তো রয়েছে বিসিএসের প্রস্তুতি নেয়ার অধিকার। চিন্তা নেই, আপনার অধিকার আদায়ে eআরকি সদা সচেষ্ট। আপনাদের জন্যই বিসিএসে 'আসবে না, আসতেই পারে না' এমন সব প্রশ্নের একটি সুপার সাজেশন তৈরি করেছেন আমাদের বিসিএস বিশেষজ্ঞ দলের সদস্য মাহবুব আলম এবং তৌকির আহমেদ। যারা বিসিএস দিচ্ছেন, তাদেরও কাজে লাগতে পারে এই সাজেশন। এই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি সব পড়ুন, তাহলেই তো হলো...

 

১. শতভাগ সুপেয় পানি পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস কী?

ক) বুড়িগঙ্গা
খ) ওয়াসার পানি
গ) মৃত সাগর
ঘ) মিরপুর নদী

 

২. ১৯৬৫ সালে জন্ম নেওয়া কারও নাম যদি বেবি নাজনীন হয়ে থাকে, তাহলে বর্তমানে তার নাম কী?

ক) ট্যাক্সি নাজনিন
খ) ওল্ড নাজনিন
গ) বেবি নাজনিন
ঘ) ইয়াং নাজনিন

 

৩. মানুষ মরে গেলে যদি পঁচে যায়, তাহলে বেঁচে থাকলে কী করে?

ক) ফেক আইডি খোলে
খ) ভাত খায়
গ) বেকার ঘুরে
ঘ) উপরের সবগুলো

 

৪. অল্প বিদ্যা যদি ভয়ংকরী হয়, তাহলে বিদ্যা বালান কী?

ক) প্রলয়ংকরী
খ) আনন্দদায়ক
গ) লঙ্ঘনকারী
ঘ) নায়িকা

 

৫. কথা দিয়ে কথা রাখে না যে, তাকে এক কথায় কী বলে?

ক) এইচ এম এরশাদ
খ) কৃতজ্ঞ
গ) কৃতঘ্ন
ঘ) বাকনিষ্ঠ

 

৬. ধরুন, আপনি ৫০ জন যাত্রী নিয়ে একটা বাস চালাচ্ছেন। প্রথম স্টপেজে ৫ জন নেমে ৪ জন উঠলে, দ্বিতীয় স্টপেজে ১০ জন নেমে ৫ জন উঠল এবং তৃতীয় স্টপেজে ৮ জন নেমে ৭ জন উঠল। ড্রাইভারের বয়স কত?

ক) ৪৩ বছর
খ) ৫০ বছর
গ) ৬০ বছর
ঘ) জন্মসনদ অনুযায়ী বয়স যত হয়

 

৭. ৩ বছর পূর্বে আফগানিস্তানের তরুণ ক্রিকেটার রশিদ খানের বয়স যদি ১৯ হয়ে থাকে, তাহলে বর্তমানে তার বয়স কত?

ক) ১৯ বছর
খ) ২৬ বছর
গ) ১৬ বছর
ঘ) ২০ বছর

 

৮. আমি তারায় তারায় রটিয়ে দেব _?

ক) আরিয়া স্টার্ক ঘটনা ঘটায় ফেলছে
খ) অ্যাভেঞ্জার্সের স্পয়লার
গ) তুমি কামার
ঘ) ক্যাঙ্গারুর খামার

 

৯. ন্যাড়া বেল তলায় এক বার যায় কেন?

ক) দ্বিতীয় বার যাওয়ার ইচ্ছা থাকে না বলে
খ) বেল তলা অনেক দূর বলে
গ) বেল ন্যাড়ার অপছন্দ বলে
ঘ) দ্বিতীয় বার যেতে যেতে চুল গজিয়ে যায় বলে

 

১০. জনপ্রিয়তার দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প কাকে থ্রেট মনে করছেন?

ক) ভ্লাদিমির পুতিনকে
খ) হিলারি ক্লিনটনকে
গ) কিম জং উনকে
ঘ) হিরো আলমকে

 

১১. আপনি যদি কোথাও হোঁচট খেয়ে পড়ে যান, তাহলে সবসময় কাকে পাশে পাবেন?

ক) বন্ধুবান্ধবকে
খ) আত্মীয়স্বজনকে
গ) ভাই-বোনকে
ঘ) ফ্লোরকে

 

১২. অর্থ যদি অনর্থের মূল হয়ে থাকে, তাহলে যার প্রচুর অর্থ আছে, তাকে কী বলা যায়?

ক) এম এস ধোনি
খ) ধ্বনি
গ) মাল
ঘ) অনর্থক লোক

 

১৩. 'ভ্লাদিমির পুতিন' শব্দটির সঠিক বিপরীত শব্দ কোনটি?

ক) অভ্লাদিমির পুতিন
খ) ভ্লাদিমির অপুতিন
গ) ভ্লাদিমির পুতিনহীন
ঘ) ভ্লাদিমির পুতআউট

 

১৪. মেয়েরা কাদের উপর বেশি ক্রাশ খায়?

ক) ভদ্র ছেলেদের উপর
খ) বিসিএস ক্যাডার ছেলেদের উপর
গ) শিক্ষিত ছেলেদের উপর
ঘ) ফেসবুক সেলেব্রিটিদের উপর

 

১৫. বড়পুকুরিয়ার কয়লা কোথায় হারিয়ে গিয়েছে?

ক) বারমুডা ট্রায়াঙ্গল
খ) বাতাসে
গ) শীতলক্ষ্যা নদীতে
ঘ) ব্ল্যাক হোলে

১৬৭৬ পঠিত ... ১৯:৫৪, মে ০২, ২০১৯

Top