যে ১০টি লক্ষণ দেখে আপনার আশেপাশের বিসিএস পরীক্ষার্থীকে চিনবেন

৪৮২৮ পঠিত ... ১৪:৫৪, ফেব্রুয়ারি ১৫, ২০২১

বিসিএস পরীক্ষার্থী সব জায়গায়ই থাকে। এদেরকে আলাদা খুঁজতে হয় না, একটু খেয়াল রাখলেই দেখবেন আপনার চোখে পড়ে যাচ্ছে কোনো না কোনো হবু বিসিএস ক্যাডার। নিচের এই বৈশিষ্ট্যগুলোর কোনো একটি বা সবকটি দেখলেই বুঝে নেবেন, বস এখন পড়াশোনায় চরম বিজি। বিসিএস গাইড পড়তে পড়তে এসব ভেবে বের করেছেন eআরকির বিসিএস গবেষণা দল। আপনার বন্ধুদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, মিলিয়ে নিন।

bcs (2)

১# তাদের হাতে সব সময় কারেন্ট অ্যাফেয়ার্স থাকে।

২# কোনো কিছু জিজ্ঞাসা করলেই তারা চারটা অপশন চায়।

৩# বন্ধু মহলের আড্ডায় ডাকলেই তাদের অন্য ব্যস্ততা থাকে।

৪# উস্কোখুস্কো চুল দাড়ি নিয়ে বন্ধু মহলে এরা 'বিসিএস হিমু' নামে পরিচিত।

৫# সরকার পরিবর্তনে তাদের মন খারাপ হয় আরও নতুন সব জিনিসপাতি পড়তে হবে বলে।

৬# দেশের গরু ছাগলের প্রকৃত সংখ্যা এরা জানে।

৭# সাজানো বিয়ে বাড়ি দেখলেই তারা দীর্ঘশ্বাস ছাড়ে।

৮# রাস্তায় হাটার সময় দেয়ালের পোস্টার, ব্যানার পড়তে পড়তে হাটে।

৯# এদের বেশির ভাগ স্বপ্নের বিষয়বস্তু থাকে সময় মত পরীক্ষার হলে পৌছাতে না পারা।

১০# পাশের বাসার আন্টিদের কাছে এরা হট টপিক্স।

৪৮২৮ পঠিত ... ১৪:৫৪, ফেব্রুয়ারি ১৫, ২০২১

Top