বিসিএস মানসিক দক্ষতার প্রশ্নগুলো যেমন হওয়া উচিত

৩৩০৬ পঠিত ... ২২:১৭, আগস্ট ২৩, ২০২০

বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতামূলক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে প্রশ্নগুলো কিন্তু আরেকটু জীবনমুখী হতে পারে। বিসিএস গাইড পড়তে পড়তে অর্জিত তুমুল মানসিক দক্ষতা প্রয়োগ করে তেমন কিছু প্রশ্ন ভেবেছে eআরকির মানসিক দক্ষতা ইউনিট। একবার এই মডেল প্রশ্নে চোখ বুলিয়ে নিন। 

 

১# জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হয়। আপনার সাথে দেখা হয়ে গেল মি. করিমের। আপনার মা মি. করিমের ক্রাশ ছিলেন। আপনার সাথে মি. করিমের সম্পর্ক কী? 

(ক) চাচা
(খ) মামা
(গ) প্রশ্নকর্তারে আমার কাছে ধইরা আন
(ঘ) ছ্যাঁকাতো মামা 

 

২# তুমি না খেলে আমিও খাব না। এখানে কে কাকে বলছে? 

(ক) বাবু বাবুকে
(খ) ময়নাপাখি বাবুইপাখিকে
(গ) আমার জানটা তার জানকে
(ঘ) আমি বাচ্চা মানুষ। এসব বুঝি না। 

 

৩# ফ্রান্স কী? 

(ক) দেশের নাম
(খ) বন্ধুদের ডাকা উপাধি
(গ) জিনেদিন জিদানের দেশ
(ঘ) কোনোটিই নয় 

 

৪# একদা একটি ছেলে বিসিএস দিতে অস্বীকৃতি জানায়। এখন তিনি কী অবস্থায় আছে বলে আপনি মনে করেন। 

(ক) কাওরান বাজারে সবজি বিক্রি করে
(খ) প্রেমিকা ছেড়ে যাওয়ায় এখনও আনম্যারিড
(গ) হিমুর মতো পকেট ছাড়া পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়
(ঘ) বাসা থেকে সন্ন্যাস গ্রহণে বাধ্য করা হয়েছে 

 

৫# আগামী বছর কোন ফল নিয়ে সবচেয়ে বেশি ট্রল হবে? 

(ক) বাঙ্গি
(খ) খেতে খেতে খাওয়া ৮টি আম
(গ) কাঁঠাল
(ঘ) তরমুজ 

 

৬# ঢাকা টু চট্টগ্রাম বাস যাত্রায় আপনি কুমিল্লায় নেমেছেন। ফোনে স্ত্রীর কড়া হুশিয়ারি, অবশ্যই এক নাম্বার মাতৃভান্ডার দধি নিয়ে ঘরে ঢুকবা। এদিকে সেখানে আপনি যেদিকেই তাকান সেদিকেই এক নাম্বার দধির দোকান। তখন আপনি কী করবেন?    

(ক) তলপেট হালকা করে বাসে উঠে যাব
(খ) দধির সাথে বিষ মিশিয়ে খাব। মরলে দধি অরিজিনাল। বাঁচলে ভেজাল
(গ) স্ত্রীকে ভিডিও কল দিব। আমি সিউর সে ভিডিও কলেই অরিজিনাল দধি চিনে ফেলবে
(ঘ) চোখ বন্ধ করে কিনে ফেলব। নকল হলে দধিকে আমার ভালোবাসা দিয়ে অরিজিনাল করে তুলব

 

৭# একই রাতে আপনার বাসর এবং লিগের ফাইনাল ম্যাচ। আপনার মনে তখন কী ঘুরছে? 

(ক) ছাদ থেকে লাফ দিবেন
(খ) ব্যাপার না। আরও বিয়ে করার চান্স আছে
(গ) স্ত্রীকে বলবেন, অমুক বাবা বলেছে এই রাতে স্ত্রীকে স্পর্শ করলে স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনা আছে
(ঘ) ভাববেন অনেক তো খেলা দেখলাম, এবার আমিই খেলবো...

 

৮# amr cock a jol esshe. মুরাদ টাকলার এই বাক্যের ভাবানুবাদ কী হবে? 

(ক) আমার কোকে জল পড়েছে
(খ) আমার দুই চোখে দুই নদী
(গ) আমের কোকে জল ধরেছে। জল তো বড় সোহাগী
(ঘ) অম্র কক আ জল এসশে

 

৯# নিচের কোন চরিত্রটিকে আপনার ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর বলে মনে হয়? 

(ক) যে প্রোফাইল লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়
(খ) পাবলিক পোস্টে যে কমেন্ট করে, ভাইয়া/আপু, শেয়ার দিতে পারি?
(গ) ঢাকা কলেজের কোনো মেয়ের আইডিকে 
(ঘ) যে লোক মাস্ক থুতনিতে পরে

 

১০# মি. আলম ধার্মিক কিন্তু মডার্ন পাত্রী খুঁজছেন। চারটি মেয়ে বাছাই করলেন। তাঁদের প্রোফাইলে বায়োতে নিচের চারটি বৈশিষ্ট্য লেখা। তিনি কাকে বিয়ে করবেন? 

(ক) Princess at daddy's kingdom
(খ) works at facebook
(গ) mih lyf. myh rules.
(ঘ) LaZy BiRd. I LoVe mY PuSSy CaT               

৩৩০৬ পঠিত ... ২২:১৭, আগস্ট ২৩, ২০২০

Top