এসএসসির ফল প্রকাশিত হলো। অনেকে এ প্লাস পেয়েছে। অনেকেই পায়নি। স্বাভাবিকভাবেই এ প্লাস না পাওয়ারা হতাশ। তোমরা যারা দুই তিন বছর আগে এসএসসি ডিগ্রি অর্জন করে এখন ফেসবুক সেলিব্রিটি হয়ে গেছো তারা এই সময়টাতে ওইসব হতাশদের সাহায্যে এগিয়ে আসতে পারো। ফেসবুকে এই সময়টাতে উৎসাহমূলক, অনুপ্রেরণাদায়ক কিছু লেখা তোমাদের সামাজিক দায়িত্ব। এখনই ঝাপিয়ে পড়ো। কিন্তু কীভাবে একটু গুছিয়ে সেগুলো লিখবে তার কয়েকটি নমুনা দিয়ে দেয়া হলো:
এসএসসি+নিজের অভিজ্ঞতা
এবার যারা এসএসসিতে আশানুরূপ ফলাফল করতে ব্যার্থ হয়েছে তাদের অতীত ঘাটলে দেখা যাবে অনেকেই পড়ালেখা না করে ফেসবুকে সময় ব্যয় করেছে বেশি। ফেসবুক সেলিব্রিটি হওয়ার চেষ্টা করতে ব্যাস্ত থাকায় পড়ালেখায় মনযোগ দিতে পারেনি। একজন সেলিব্রিটি হিসেবে তুমি তাদেরকে স্বান্তনা দিতে পারো। তাদেরকে বুঝাতে পারো যে এ প্লাসই জীবনের সবকিছু নয়। তুমি যেভাবে সেলিব্রিটি হয়েছো, তারাও এভাবে হতে পারবে।
নমুনা
ভেঙ্গে পড়লে চলবে না। তোমরাই আগামী দিনের যাত্রী। খারাপ করেছ তার মানে এই না যে তুমি হেরে গেছো! কই? আমি তো ভেঙ্গে পড়িনি! আমরা তো উঠে দাঁড়িয়েছি। দেখিয়ে দিয়েছি, এ সিস্টেম আমার জন্য নয়। প্রমাণ করেছি, এ সিস্টেম আমাকে জাজ করতে ব্যর্থ হয়েছে। তুমিও পারবে। তোমাকে পারতেই হবে। চোখের পানি মুছে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়া পাগলা ভাইবোনগুলা আমার...।
এসএসসি+ক্রিকেট
এই মিক্সচারটা মানুষ খাবেই, অতীতেও খেয়েছে। এসএসসিতে খারাপ করা বাচ্চাকাচ্চারা এমনিতেই ইমোশোনাল হয়ে আছে। তাদেরকে এই জিনিস দিলে খেতে বাধ্য। একজন সেলিব্রিটি হিসেবে এসএসসির সাথে ক্রিকেট এবং ক্রিকেটারকে মেশানো তোমার পবিত্র দায়িত্ব। তাছাড়া এই টপিকে ৫০০০ লাইক একদম কনফার্ম। ভাগ্য খারাপ হলেও কয়েকশ শেয়ার তো পাবেই।
নমুনা ৩
Tajul Islam (ম্যানশন করে) দেখ, তোর জন্য ভাইয়া এই লেখাটা লিখেছে। আর মন খারাপ করে থাকিস না। পড়। পড়ে আমাকে ফোন দে।
নমুনা ৪
ভাইয়া, জীবনকে এভাবে দেখতে পারেন বলেই আপনারা আজ সফল। আমরাও কি পারবো আপনাদের মতো হতে? দোয়া করবেন ভাইয়া।
নমুনা ৫
ভাইয়া, এই স্ট্যাটাসটা আমার বাবা মাকে দেখাতে পারলে শান্তি পেতাম। তারা বুঝতো আমি শেষ হয়ে যাইনি।
নমুনা ৬
আজ থেকে আমি ফেসবুকে আরও অনেক সময় দেবো। আপনার প্রতিটি স্ট্যাটাস ফলো করবো। আমাকে সফল হতেই হবে। ভাইয়া, আমাকে অ্যাড করবেন?
এরকম অনেক কমেন্ট আসবে। আর এভাবেই স্ট্যাটাস দিয়ে এবং স্ট্যাটাসে আসা কমেন্টের রিপ্লাই দিয়ে এসএসসি ইস্যুতে সুষ্ঠুভাবে সামাজিক দায়িত্ব পালন করে ফেলা সম্ভব।
তো? আর দেরি কেন সেলিব্রিটি বন্ধুরা? শুরু করে দাও। আজ তোমাদেরই দিন।