কবিরা সাধারণত ভবিষ্যতদ্রষ্টা হন। তারা জানতেন এক সময় এসএসসি নামক একটি পরীক্ষা আসবে আর সেখানে ছেলেমেয়েরা এ প্লাস পাওয়ার জন্য হুড়াহুড়ি শুরু করবে। সে উপলক্ষে তারা আগেই লিখে গিয়েছিলেন নানা ধরণের কবিতা।