দেশি ফলের জন্য যদি এমন অত্যাধুনিক বিজ্ঞাপন বানানো হয়

৩৫২৭ পঠিত ... ০৮:৫৫, মে ০১, ২০১৭

বৃক্ষের পরিচয় ফল দিয়ে হলেও ফলের পরিচয় কী দিয়ে? তার স্বাদ দিয়ে। তবে এখনকার এই প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন ছাড়া কিছুই হয় না। যত ভালোই হোক না কেন ক্রেতাদের আকৃষ্ট করতে বিজ্ঞাপন লাগবেই।  কিন্তু ফলের জন্য আলাদা করে কে বানাবে সেই বিজ্ঞাপন? eআরকিই নিজ দায়িত্বে নিজের কাঁধে তুলে নিল সেই বিজ্ঞাপন বানানোর ভার। রসাল ফল খান রসাল থাকুন।

 

ডিজাইন: আহম্মেদ রায়হান

৩৫২৭ পঠিত ... ০৮:৫৫, মে ০১, ২০১৭

Top