আমার দুই জোড়া বাটার স্যান্ডেল, একই ডিজাইন। বেশি পছন্দ হওয়ায় আগের জোড়া পুরান হওয়ার পর সেম জিনিস কিনছি। বছর দেড়েক ধরে আরামসে পরতেছি।
আম্মাকে বলছিলাম, অন্যান্য ছেঁড়া জুতার সাথে আমার বেশি পুরান জোড়াটা বস্তায় ভইরো, ফেলে দিয়ে আসব।
আম্মা বলছে, ওকে।
সেদিন বাইরে যাব, সেলফে দেখি বেশি পুরান জোড়াটা। ভালোটা নাই। অনেক খুঁজলাম, নাই।
আম্মারে জিজ্ঞেস করলাম, জুতা পাই না, কই!
আম্মা বেশি পুরান জুতাটার দিকে কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থাকল। তারপর বিড়বিড় করে বলল, আয়হায়, ওই ভালো জোড়া দিয়ে তাইলে আমি পাতিল রাখছি!
আমি মোটামুটি তব্দা খেয়ে গেলাম উত্তর শুনে।
আম্মা রান্নাঘর থেকে ছোট্ট এইটুকু একটা সিলভারের পাতিল নিয়ে এসে বলতেছে, সব জুতামুতা দিয়া কয়েকটা পাতিল রাখছি। তোর জোড়ায় এই পাতিলটা পাইছি।
আমি বিষণ্ণ দৃষ্টিতে পাতিলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম।
আম্মা আমার চেহারা দেখে বলল, থাক, মন খারাপ করিস না। এই পাতিলটা তোরে দিয়ে দিলাম। তুই তোর সিগারেটের প্যাকেট, লাইটার ফাইটার জিনিসপাতি এইটায় রাখিস!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন