মূল গল্প
পিন্টুর স্ত্রী শ্রেয়ার ইলিশ খাওয়ার শখ হয়েছে। তাই পিন্টু বাজারে গেল এবং একটি ইলিশ মাছ কিনে নিয়ে এল।
পর্ব ১: পিন্টু ও শ্রেয়ার দেখা হলো।
পর্ব ২: প্রেমে পড়ল তাঁরা।
পর্ব ৩: ব্যাপারটা জানতে পারল শ্রেয়ার আগের প্রেমিক।
পর্ব ৪: সে ঝামেলা করার ফন্দি আঁটল।
পর্ব ৫: গিট্টু লাগল পিন্টু ও শ্রেয়ার পরিবারের মধ্যে।
পর্ব ৫০: অবশেষে পিন্টু ও শ্রেয়ার বিয়ে হলো।
পর্ব ৫১: পিন্টুদের পাশের বাসার ভাবি একদিন ইলিশ রান্না করলেন।
পর্ব ৫২: সেটা জানতে পারল শ্রেয়া।
পর্ব ৫৩: সে পিন্টুকে বলল ইলিশ কিনে দিতে।
পর্ব ৫৪: পিন্টু জানাল সে ইলিশ কিনে দিতে পারবে না, ইলিশের অনেক দাম।
পর্ব ১৫০: ইলিশ কিনে দিতে না পারায় পিন্টু ও শ্রেয়ার ডিভোর্স হয়ে গেল।
পর্ব ১৫১: দুই পরিবারের মধ্যে তখন দা-কুমড়া সম্পর্ক।
পর্ব ১৫২: শ্রেয়া ও পিন্টু তখন একা একা জীবন কাটাতে লাগল।
পর্ব ২০০: নতুন করে এক ছেলের প্রেমে পড়ল শ্রেয়া।
পর্ব ২০১: পিন্টুও আরেক মেয়ের প্রেমে পড়ল।
পর্ব ২০২: তাদের প্রেম চলতে লাগল।
পর্ব ৫০০: শ্রেয়ার বিয়ে হলো দ্বিতীয়বারের মতো।
পর্ব ৫০১: পিন্টুরও আবার বিয়ে হলো।
পর্ব ৫০২: দুজনের দুই সংসারে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
পর্ব ১০০০: একদিন মাছের বাজারে এল পিন্টু।
পর্ব ১০০১: ওই দিনই শ্রেয়াও এল মাছের বাজারে।
পর্ব ১০০২: হঠাৎ দেখা হয়ে গেল দুজনের।
পর্ব ১০০৩: ইলিশবিষয়ক জটিলতার ফ্ল্যাশব্যাক শুরু হলো।
পর্ব ১২০০: পিন্টু বলল, আমি যদি আজকে তোমাকে ইলিশ কিনে দিই?
পর্ব ১২০১: ‘সত্যি দেবে?’ বলল শ্রেয়া।
পর্ব ১২০২: পিন্টু বলল, ‘হ্যাঁ গো।’
পর্ব ১৫০০: ইলিশ কেনার জন্য দুজনে এগিয়ে গেল।
পর্ব ১৫০১: হঠাৎ এক গাড়ি এসে চাপা দিল পিন্টুকে।
পর্ব ১৫০২: আআআআআআ করে চিৎকার করে উঠল শ্রেয়া।
পর্ব ১৫০৩: হাসপাতালে নেওয়া হলো পিন্টুকে।
পর্ব ২৪৪৫: পিন্টু ইলিশ কিনল কি না তা আর জানা যায়নি। কারণ দর্শক তত দিনে বৃদ্ধ হয়ে মারা গেছেন। এখন দর্শকের নাতি ওই সিরিয়ালটি দেখেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন