দুই ধর্মযাজক যেবার সাধারণ ছুটি কাটাতে সমুদ্রবিলাসে গেলেন

৮৬১ পঠিত ... ২১:২৫, জুন ১৬, ২০২০

আর্ট ক্রেডিট: Julian Ardila

দু'জন ধর্মযাজক ছুটি কাটাতে গোয়া পর্যটন এলাকায় যান। তারা এই ছুটির দিনগুলোকে বর্ণিল করে তুলতে মনস্থির করেন। ধর্মযাজকের বিশুদ্ধ জীবনের আঁটোসাটো রুটিনের বাইরে রঙের কটা দিন।

বিমান থেকে নেমেই তারা যান টুরিস্টদের পোশাক কিনতে; খুব বর্ণিল শর্টস বা খাটো পাতলুন, শার্ট, স্যান্ডেল, সানগ্লাস, সূর্যালোক বাঁচাতে সানস্ক্রিন; এইসব যা কিছু দরকার; তা কিনে হোটেলে পৌঁছান।

পরদিন সকালে রীতিমত এসব রঙের পোশাক পরে হিরো হীরালাল বাল্টন সেজে দুজন পৌঁছে যান সমুদ্র সৈকতে।

সমুদ্র সৈকতের কাঠের আরাম কেদারায় আধ বসে আধ শুয়ে তারা খুশি জল পান করেন; সূর্যোদয় দেখেন, নিসর্গের মায়া উদযাপন করতেই মোহময়ী এক স্বল্প বসনা দৃষ্টিতে গভীর অথচ লাস্যময়ী সোনালি কেশবতী কন্যা তাদের দিকে হেঁটে আসতে থাকে।

তারা মনের অজান্তে গেয়ে ওঠেন, চোখ গেলো চোখ গেলো। দৃষ্টি সংবরণ করতে ব্যর্থ হন যাজক দ্বয়।

সোনালি কেশবতী কন্যা পাশ দিয়ে খুশির হুল্লোড় তুলে হেঁটে যাবার পথে বলে, সুপ্রভাত ফাদার। দু'জনকে আলাদা আলাদাভাবে সম্ভাষণ ও শ্রদ্ধা দেখিয়ে মেয়েটি চলে যায়।

দুই ধর্মযাজক বিস্মিত হন। এতো বড়ো দুনিয়ায় এই মেয়ে কী করে জানলো যে তারা ধর্মযাজক; অনুতাপে দগ্ধ হন তারা।

সুতরাং পরদিন তারা আবার সেই পর্যটকদের সামগ্রীর দোকানে গিয়ে এমন বহুবর্ণিল পোশাক কেনেন; যাতে তাদের একেবারেই আর চেনা না যায়।

এই নতুন পোশাক দূর থেকেই ইঙ্গিত করে এরা রঙের মানুষ। তারা সূর্যের নীচে আরাম কেদারায় শুয়ে প্রতিষ্ঠানের বিশুষ্ক জীবন ভুলে গিয়ে ছুটির মুক্তির আনন্দ উদযাপন করেন।

আবার সেই সোনালি কেশবতী নতুন রঙ এর মোহন মুদ্রায় আবার তাদের দিকে মিষ্টি সময় বের করে এগিয়ে আসে।

আবার তাদের দুজনকে সুপ্রভাত ফাদার বলে সশ্রদ্ধ সালাম জানিয়ে; বুকে ঝড় তুলে দিয়ে হেঁটে যায়।

একজন ধর্মযাজক আর সহ্য করতে না পেরে বলেন, এই তরুণী; এক মিনিট সময় কী হবে একটু কথা বলবার?

: নিশ্চয়ই ফাদার।

: আমরা ধর্মযাজক; এ নিয়ে আমরা গর্বিত। কিন্তু আমি জানি না এতো বড়ো দুনিয়ায় এতো মানুষ; সেইখানে আপনি কী করে আমাদের এই ছদ্মবেশী পোশাকেও চিনতে পারেন!

তরুণী উত্তর দেয়, 'ফাদার, আমি সিস্টার ফিলোমেনা; আমাকে চিনতে পারছেন না? সবার জীবনেই তো একটা শখ আহ্লাদ থাকে; সবারই তো একটু ছুটি চাই রুটিন জীবন থেকে...'

৮৬১ পঠিত ... ২১:২৫, জুন ১৬, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top