শেষ হতে চলল ২০১৯ সাল। বৎসরের এই শেষ সময়টায় একটা ছুটির আমেজ চলে আসে। এই সময়ে পরিবার পরিজন, প্রেমিক প্রেমিকা বাবন্ধুদের নিয়ে একটু ঘুরে আসতে পারলে ভালোই লাগে। তবে সময় সুযোগের অভাবে অনেকেই ঢাকার বাইরে যেতে পারেন না। এদিকে ঢাকার মধ্যেও নেই একটু স্বস্তিতে বসার, দুটো মনের কথা শেয়ার করার মত নিরিবিলি জায়গা। সবখানে শুধু জ্যাম, মানুষের ভীড়, ধুলোবালি আর প্রচুর শব্দদূষণ।
কিন্তু না, আর চিন্তার কোনো কারণ নেই। ঢাকার মধ্যেই এমন জায়গা আছে, যেখানে এখনো মানুষের পা পড়েনি। নেই কোনো কোলাহল, নেই ভিড় অথবা আওয়াজ। বলছিলাম বিপিএলের গ্যালারির কথা। হ্যাঁ, ঢাকার প্রচন্ড ভিড় ও কর্মব্যস্ততা থেকে ফুরসৎ পেতে ঘুরে আসুন বিপিএল চলাকালীন মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থেকে। যেতে পারেন পরিবার নিয়ে বা বন্ধুদের সাথে। এমনকি ভালোবাসার মানুষের সাথে গল্প করার মত এরকম ফাঁকা জনমানবহীন নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ শুধু ঢাকা কেন, পাবেন না বাংলাদেশের অন্য কোথাও।
যেভাবে যাবেন
ঢাকার মধ্যে আপনার বাসা যেখানেই হোক না কেন, শুধু মিরপুর ১০ নাম্বারে চলে আসুন। (মিরপুরের ব্যাপারে তো শুনেছেনই... একদিন আগে রওয়ানা দিলে ভালো!) এখানে স্টেডিয়ামের আশেপাশে আপনাকে দেখলেই বিসিবি চেষ্টা করবে বিপিএল খেলা দেখানোর জন্য মাঠে ঢুকিয়ে দিতে। অন্যদের মত এড়িয়ে না গিয়ে আপনার সঙ্গীসহ ঢুকে পড়ুন আর উপভোগ করুন কোলাহলমুক্ত ব্যক্তিগত কিছু সময়।
প্রস্ততি
অবশ্যই সাথে করে বাদাম, চিপস, কোল্ডড্রিংক্সের মত হালকা খাবার বা বাসায় রান্না করা নুডলস, খিচুড়ি, বিরিয়ানি সাথে করে নিয়ে যেতে ভুলবেন না। কারণ বিপিএলের গ্যালারিতে শুধু মানুষই না, আপনি কোনো ফেরিওয়ালাও খুঁজে পাবেন না। সুতরাং পিনিক, থুক্কু, পিকনিক করতে চাইলে প্রয়োজনীয় খাবার সাথে করেই নিয়ে যান। ফটোগ্রাফির জন্য নিতে পারেন ডিএসএলআর। বিশ্রামের জন্য নিন পাটি বা মাদুর জাতীয় কিছু। হালকা ঘুমিয়ে নিতে চাইলে বালিশের বিকল্প নেই। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা তা হলো, চোখ ঢাকার জন্য আই মাস্ক অবশ্যই নিয়ে নেবেন। নাহলে দূরের মাঠে চলা বিপিএল ম্যাচ দেখে মেজাজ বিগড়ে নষ্ট হতে পারে আপনার বেড়ানোর আনন্দ।
সতর্কতা
আপনার সাথে যদি প্রেমিক-প্রেমিকা থাকে, আর আপনারা যদি লুকিয়ে প্রেম করতে চান, সেক্ষেত্রে সতর্কতা জরুরি। না, মানুষ দেখবে না। গ্যালারিতে আপনারা ছাড়া আর কেউ নেই। কিন্তু গাজী টিভির ক্যামেরা থেকে সাবধান! আপনাদের দেখানো হতে পারে টিভিতে। তবে এতেও চিন্তা বা দুশ্চিন্তার তেমন কিছু নেই। কারণ টিভিতেও কেউ দেখছে না বিপিএল। কিন্তু কে জানে, আপনার আম্মু চ্যানেল ঘুরাতে ঘুরাতে দেখেও ফেলতে পারে। সুতরাং সাবধানের বিকল্প নেই। তাই মেয়েরা বোরখা ও ছেলেরা মুখে মুখোশ জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। যেহেতু মিরপুর যাচ্ছেনই, মুখে ধুলাবালি থেকে বাঁচার মাস্ক পরে নেয়াই ভালো।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন