যে কারণে নিউজিল্যান্ডে আমরা জিততে পারি না

৭৬২ পঠিত ... ১৬:২২, মার্চ ৩০, ২০২১

new-zealand-no-win

আসলেই নিউজিল্যান্ডে ক্রিকেট খেলা খুব কঠিন!

সেখানে খেলা শুরু হতেই আকাশে ড্রাগনরা উড়াউড়ি করে! সেই ড্রাগন আবার অন্যরা দেখতে পারে না! শুধু বাংলাদেশের খেলোয়াড়রা দেখতে পায়!

তারপর মাটির নিচে আছে ভয়ঙ্কর সব দানব! তাদের গর্জনে বুক কেঁপে উঠে! কিন্তু সেই গর্জন আবার সবাই শুনতে পায় না! শুধু আমাদের দেশের খেলোয়াড়রা শুনতে পায়!
তারপর নিউজিল্যান্ডের খেলোয়াড়গুলো ভয়ানক সব সন্ত্রাসী! আমাদের ব্যাটসম্যানরা ভুল করে বা আন্দাজে একটা চার বা ছয় মারলেই ওরা এসে ধমকে যায়, একদম ফুটা কইরা দিমু! সেই ভয়েই ওরা আউট হয়ে যায়! নিউজিল্যান্ডের খেলোয়াড়রা এটা অবশ্য অন্য দেশের সাথে করে না! শুধু নিজ দেশে আনাদের পেলেই করে!

তারপর নিউজিল্যান্ডের পিচগুলো হচ্ছে জাদুর পিচ! নিউজিল্যান্ড যখন ব্যাট করে তখন হয়ে যায় ব্যাটিং পিচ! আর আমরা ব্যাট করলে হয়ে যায় বোলিং পিচ! ওরা সবাইকে এই জাদুর পিচে খেলতে দেয় না! শুধু আমাদের কে দেয়!

তো এতসব প্রতিকূলতা পার করে আমরা কিভাবে জিতবো? তাইতো আমরা জিততে পারি না! এজন্যই আমরা বলি, নিউজিল্যান্ডে ক্রিকেট আমাদের জন্য বেশ কঠিন!
আজও আমরা সম্মানজনক হারের জন্য লড়াই করবো। সবাই দোয়া রাখবেন, আজ যেন আকাশে একটু কম ড্রাগন উড়াউড়ি করে!

৭৬২ পঠিত ... ১৬:২২, মার্চ ৩০, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top